নিজের ডোমেইনে যোগ করুন জিমেইল সার্ভিস |
- গুগল apps এর সাইনআপ পেজে যান এবং শেষ আপনার এবং আপনার ডোমেইন সম্বন্ধীয় তথ্য দিন।
- গুগলের নির্দেশমতো verification code সমেত একটি ফাইল আপনার হোস্টিংয়ে আপলোড করে ডোমেইনের উপর কতৃর্ত্ব প্রমাণ করুন। অথবা মেটা ট্যাগ (ব্লগের জন্য) বা TXT Record দিয়েও ভেরিফাই করতে পারবেন যা আপনার ডোমেইন প্যানেলে আছে।
- এবার আপনার ডোমেইন কন্ট্রোল প্যানেল বা হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল থেকে গুগলের নির্দেশমতো MX record পরিবর্তণ করুন আর ২০ মিনিট অপেক্ষা করুন।
MX Server address Priority
ASPMX.L.GOOGLE.COM 1
ALT2.ASPMX.L.GOOGLE.COM 5
ASPMX3.GOOGLEMAIL.COM 10
ASPMX5.GOOGLEMAIL.COM 10
গুগলের বিভিন্ন সার্ভিসের জন্য আপনার url গুলো হবে নিন্মরুপ:
- জিমেইল http://mail.google.com/a/[আপনার ডোমেইন]
- গুগল ডকস http://docs.google.com/a/[আপনার ডোমেইন]
- গুগল ক্যালেন্ডার http://www.google.com/calendar/hosted/[আপনার ডোমেইন]
- গুগল সাইটস http://sites.google.com/a/[আপনার ডোমেইন]
CNAME বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন। cname পরিবর্তনের সুযোগ না থাকলে সাবডোমেইন তৈরি করে রিডাইরেক্ট করে দিয়ে সমস্যা সমাধান করা যেতে পারে। অথবা যেমন -
- mail.আপনার ডোমেইন.com বা
- email.আপনার ডোমেইন.com
- docs.আপনার ডোমেইন.com
- sites.আপনার ডোমেইন.com
সূত্রঃ
- Google apps set up guide
- ৩০ মিনিটে নিজের ডোমেইনে যোগ করুন জিমেইল সার্ভিস
- Google Apps - wiki
- How to set up google apps for your domain
আরোও কিছু পোস্ট:
xotil jinish mone hosse
ReplyDelete