Blogger-এর গল্প
1999 সালের আগস্ট মাসে সান ফ্রান্সিসকোতে Pyra Labs নামের একটি ছোট কোম্পানি প্রথম Blogger শুরু করেছিল৷ সেটি ছিল ডট-কম ব্যবসায় জোয়ারের সময়৷ আমরা ঠিক VC-ফান্ডেড, পার্টি থ্রোয়িং, ফুসবল-ইন-দ্য-লবি-প্লেয়িং, নিখরচায় বিয়ার পানের আউটফিট নই৷ (যদি না এটি অন্য লোকের ফ্রি-বিয়ার হয়৷)আমরা তিন বন্ধু বড় বড় কোম্পানির জন্য বিরক্তিকর ওয়েব প্রোজেক্টস করে সেই টাকা দিয়ে ইন্টারনেট মানচিত্রে নিজেরাই বড়সড় আকারে ঢুকে পড়ার চেষ্টায় ছিলাম৷ আসলে আমরা কী করতে চাইছিলাম এখন আর তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়৷ তবে তা করার সময়ে, কম বেশি পাগলামো এবং চিন্তাভাবনা থেকে আমরা Blogger বানিয়েছিলাম, — হুমমম... ব্যাপারটা বেশ আকর্ষণীয়৷
Blogger ছোট করেই আরম্ভ করেছিল, এবং ঘটনাক্রমে কয়েক বছরের মধ্যেই তা বেশ বড় আকারে হয়ে উঠেছে৷ আমরা অল্প টাকা উঠিয়েছিলাম (কিন্তু ছোট ছিলাম)৷ এবং এরপরেই সেই কপর্দকশূন্য হওয়ার ঘটনাটি ঘটল, আমরা অর্থাভাবে পড়লাম এবং আমাদের মজাদার ছোট্ট যাত্রায় মজাই গেল কমে৷ একেবারে গোটা নয় তবে খুব অল্পের জন্য বাঁচলাম আমরা, কিন্তু সব সময়ের জন্য পরিষেবাটি চালিয়ে যাচ্ছিলাম (বেশিরভাগ দিন) এবং এর ব্যাকআপ তৈরি করতে শুরু করে দিলাম৷
2002 সালে সমস্ত কিছু ঠিকঠাক গেছে৷ আমাদের কয়েকশ' হাজার ব্যবহারকারী আছে, কিন্তু তা স্বত্তেও তা কম৷ এবং তারপরে এমন কিছু ঘটেছে যা কেউই প্রত্যাশা করেনি: Google আমাদের কিনতে চায়৷ হ্যাঁ, এই Google৷
আমরা Google -কে দারুণ পছন্দ করেছি৷ এবং তারা ব্লগগুলি পছন্দ করেছে৷ সুতরাং আমরা ধারণার প্রতি অনুগত৷ এবং এটি দারুণভাবে কাজ করেছে৷
আমরা এখন Google -এ একটি ছোট টিম (কিন্তু আগের চেয়ে কিছুটা বড়) ওয়েবে লোকেদের নিজের কথা বলার সুযোগ করে দিতে সহায়তা করতে নজর দিচ্ছি এবং বিশ্বের তথ্যকে ব্যক্তিগত অবস্থান থেকে সংগঠিত করতে দৃষ্টি নিবদ্ধ করছি৷ আমাদের সমগ্র ডিলের মধ্যে যা সর্বদাই যথেষ্ট বেশি আছে৷
Google সম্বন্ধে আরও জানতে google.comদেখুন৷ (সন্ধান করতেও ভালো ব্যবহার করা যায়৷)
No comments:
Post a Comment
Comment here if you have anything to ask me. Please do not spam.