ফেভিকন পরিবর্তন করার বিভিন্ন পদ্ধতি

Image and video hosting by TinyPic
ফেভিকন
বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় url এর পাশে ছোট যে আইকনটি দেখা যায় সেটি হল favicon, বলা যেতে পারে ফেভারিট আইকন বা ফেভিকন হচ্ছে ওয়েবসাইট,শর্টকাট,ইউআরএল বা ফেভারিটের আইকন।সুন্দর একটি ফেভিকন একটি সাইটকে আরো আকর্ষনীয় করে তুলতে পারে।ব্লগারে বা ওয়ার্ডপ্রেসে ফেভিকন চেঞ্জ করার নিয়ম মোটামুটি সবাই জানেন।তারপরও আমি এই পোস্টে ফেভিকন চেঞ্জ করার নিয়ম ও সংক্ষিপ্ত বর্ণনা দিলাম। sam
how to change favicon  or logo to your blogs/site
wp.com-ফেভিকন
  • wp.com - যদিও ওয়েব এড্রেসে ব্যবহৃত আইকনকে ফেভিকন হিসাবে চিহ্নিত করা হয়। ব্যাক্তিগত হোস্টিং এর ওয়েবসাইটে সহজেই ফেভিকন যোগ করা গেলেও ফ্রি ব্লগ সাইটে এটা যোগ করার সুবিধা ছিলো না। কিন্তু জনপ্রিয় ব্লগ সাইট ওয়ার্ডপ্রেসে নিজের ছবি সম্বলিত ফেভিকন যোগ করার সুবিধা দিয়েছে। যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারা সহজেই নিজের ব্লগটিতে পছন্দের ফেভিকন যোগ করতে পারবেন। এজন্য ওয়ার্ডপ্রেসে লগইন করে General Settings এ যান এবার ডানে Blog Picture এর Browse বাটনে ক্লিক করে jpeg বা png ফরম্যাটের ছবি নির্বাচন করে Upload Image >> বাটনে ক্লিক করুন। এবার ছবিটি আপলোড হবার পরে ছবির যে অংশটুক ফেভিকন হিসাবে রাখতে চান তা নির্বাচন করে Crop Image >> বাটনে ক্লিক করুন। তাহলে ফেভিকন সংযুক্ত হবে এবং কিছুক্ষণ পরে আপনার ব্লগে আপনার ছবির ফেভিকন যুক্ত হবে। জনপ্রিয় এই ব্লগসাইট ওয়ার্ডপ্রেসে ইতিপূর্বে বাংলা ভাষা যুক্ত হয়েছে এবং বর্তমানে খেরপাতাটিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।sam
Image and video hosting by TinyPic
google sites-ফেভিকন
  • google sites -এর জন্য আপনাকে উপরে বাম পাশে More action > Manage site এ ক্লিক করে বাম পাশে Attachments এ ক্লিক করুন ।  favicon.ico নামে একটি ফাইল আপলোড করে দিন । আপনি ইচ্ছা করলে .jpg ফাইলের extension রিনেম করে .ico দিতে পারেন তাহলেই হবে ।sam
    Image and video hosting by TinyPic
    wp.org-ফেভিকন
  • wp.org - আপনার সাইটের এডমিন প্যানেলে ঢুকে Settings > Appearance > Editor – এ ক্লিক করুন। header.php ফাইলটি ওপেন করুন। ঐ ফাইলটির আগে যেকোনো জায়গায় নিচের কোডটুকু লিখে দিন। sam
Image and video hosting by TinyPic
blogger-ফেভিকন
  • blogspot - আপনার Blogger Account এ Sign in করে আপনার ব্লগের Design > Edit HTML এ চলে যান। এবার Edit Template এর HTML Code এর মধ্যে শনাক্ত করুন।এরপর এই ট্যাগটির ঠিক আগে/উপরে কপি করা কোডটি পেস্ট করে দিন।sam
    <link href='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvp4hZNHY-z_B1yUpN0boADfqa6RYf_dYpVzx0VclezzM8tI2cEc1YwPLHp4_4rnnKlxQEHNTM1YSrsKX_XsEpCBWObes888ZHi2v3FOa16b_hTv35UBx3Miq97W_NhyphenhyphenlEuv0I4tbTh78/d/dj.JPG' rel='shortcut icon'/>
    লাল রঙের লেখাটিতে আপনার আপলোডকৃত ফাইলের লিঙ্ক দিন।
    গুগলের ফেভিকনsam
    how to change favicon  or logo to your blogs/sites
    Image and video hosting by TinyPic
    গুগলের ফেভিকন
    গত বৎসরের মে মাসে গুগল যখন তাদের ফেভিকন পরিবর্তন করে, তখন অনেকে এটাকে পছন্দ করেনি। কেউ কেউ 'জঘন্য ডিজাইন' বলেও মন্তব্য করেছিল। সম্ভবত তখন থেকেগুগল একটি নতুন ফেভিকন ব্যবহার করার কথা চিন্তা করেছিল। শেষ পর্যন্ত আজ জানুয়ারির ৯ তারিখে গুগল তাদের ফেভিকন পরিবর্তন করে ফেলল। এই ডিজাইনটাতে ইংরেজি ছোট হাতের g বর্ণটিকে গুগলের মূল লোগোর সবকটি রঙ (লাল, হলুদ, সবুজ ও নীল) দিয়ে রাঙানো হয়েছে।sam
    কিন্তু এই নতুন ফেভিকনটিকে কেমন যেন অস্পষ্ট মনে হচ্ছে। হয়তো একটু বেশি জটিল হয়ে গেছে, সেজন্যও এমন মনে হতে পারে। গত বৎসরের জুন মাস থেকে ফেভিকন পাল্টে ফেলার একটি চেষ্টা শুরু করা হয়েছে। এজন্য সারা বিশ্বের ব্লগারদেরকে নতুন ফেভিকন জমা দেবার জন্য আহ্বান জানানো হচ্ছিল। অনেকগুলো ফেভিকন থেকে প্রাথমিকভাবে বাছাই করা ফেভিকন থেকে শেষ পর্যন্ত একটিবাছাই করা হয়েছে।sam
    Image and video hosting by TinyPicImage and video hosting by TinyPicImage and video hosting by TinyPicএগুলো ছিল প্রাথমিকভাবে পছন্দের সেরা।ব্রাজিলের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র André Resende এর দেয়া Image and video hosting by TinyPic এই ফেভিকনটিকে সবাই পছন্দ করেছিল।নতুন ফেভিকন ডিজাইন করার সময় এই ফেভিকনের আইডিয়াকে কাজে লাগানো হয়েছে।গুগলের কাছে পাঠানো ডিজাইনগুলো থেকে Image and video hosting by TinyPicএই ডিজাইনটির উদ্ভাবন করা হয়েছে।sam
    বিঃদ্রঃ-এই পোস্টটি বিভিন্ন লিঙ্ক থেকে তথ্য কালেক্ট করে পাবলিশ করা হয়েছে । আবার কপি পেস্টের জন্যে আমারে গালি দিয়েন না ।
    Enhanced by Zemanta

    2 comments:

    1. দারুণ পোষ্ট। কিন্তু ভাই ব্যাকগ্রাউন্ট'টা কেন শাদা দিয়েছেন।

      ReplyDelete
    2. সাদার কালার কোড খুব সহজে ব্যাবহার করা যায় ।
      আরো একটা কার আছে ! দেখি তুমি বের করতে পারো কিনা !
      আর এই পোস্টটা সৃজনশীলেও পাবলিশ করেছি ।

      ReplyDelete

    Comment here if you have anything to ask me. Please do not spam.