কিছু প্যাচাল

২০১০ সাল। আমার ব্লগিং লাইফের সূচনা। জাফর ইকবাল স্যারের এক প্রশ্নোত্তর পর্বে তিনি এক ছেলেকে বলেছিলেন ব্লগিং করতে। জিনিসটা তখনো আমি বুঝি না ব্লগিং কি। বড় ভাইরে জিগাইলাম ব্লগিং কি জিনিস। উত্তর পাওয়ার পর বুঝলাম আমি এতদিন এটাই খুজতাছি।
তারপর আরো কঠিন জিনিস আসলো সামনে। "ব্লগিং করব কিভাবে?" মনে মনে চিন্তা করতে লাগলাম। ভরসা গুগল মামা। সার্চ দিলাম কিন্তু তেমন কিছুই পেলাম না। আবারো বড় ভাই। ব্লগার ডট কম নামে একটা সাইটের সন্ধান দিল। সপ্তাহখানেক গো+এষনা মানে গরূ খোজলাম :) তারপর একটু একটু শিখতে শুরু করলাম। পরিচয় হলো শিবলী ভাই,হাসান ভাই,কার্জন ভাই,রিয়া আপু,ফুয়াদ ভাই,রনি ভাই আরো অনেকের সাথে। নাম মনে আসছে না।

আজকে আমার জন্মদিন। h a p p y b i r t h d a y t o m e :)

No comments:

Post a Comment

Comment here if you have anything to ask me. Please do not spam.