সাইটম্যাপ তৈরী করুন আর্কাইভ অনুযায়ী

# এর আগে আমি লিখেছিলাম (ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করছিলাম) ব্লগস্পট ব্লগে কিভাবে পাঠকদের জন্য সাইটম্যাপ বানাতে হয়।(link) কিন্তু তা ছিল শুধু মাত্র লেবেলের উপর ভিত্তি করে। ধরুন কোন ব্লগার যদি তার পোস্টে কোনো লেবেল না দেয় তাহলে সাইটম্যাপ আসবে না।
তাহলে আমাদের অন্য দিকে চিন্তা করতে হবে। মানে, তারিখ অনুযায়ী আমাদের তৈরী করতে হবে সাইটম্যাপটি। নিচের কোডটি হচ্ছে আর্কাইভ বা তারিখ অনুযায়ী। কপি করে তৈরী করে নিন আপনার সাইটম্যাপটি। :)
সাইটম্যাপ তৈরী করুন আর্কাইভ অনুযায়ী

কোডঃ
<script style="text/javascript" src="http://abu-farhan.com/script/daftarisibloggerarchive/tocbyarchivemin.js"></script>
<script src="http://samazgor.blogspot.com/feeds/posts/default?max-results=500&alt=json-in-script&callback=loadtoc"></script>

http://samazgor.blogspot.com/ লিঙ্কটির বদলে কাঙ্খিত লিঙ্ক দিন।

No comments:

Post a Comment

Comment here if you have anything to ask me. Please do not spam.