রিডিরেক্ট করুন ব্লগারের যেকোনো পেজ/পোস্ট

আমার আগের পোস্টটা ছিল ইউআরএল রিডিরেকশন নিয়ে। ঐ পোস্টে যেভাবে বর্ণনা ছিল যে এইচটিএমএল ফাইলের রিডিরেকশন যা সেলফ হোস্টেড কোন কোনো সার্ভারে আপলোড করতে হবে। কিন্তু ব্লগার ডট কমের কোনো পোস্ট বা পেজে ঐভাবে করা সম্ভব না। কারন ঐ কোডটা body ট্যাগের ভিতরে বসাতে হয়। কিন্তু শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়ে এই কাজটা ব্লাগারে করা যেতে পারে। নিচে স্ক্রিপ্টটা দেওয়া হল।
<script type="text/javascript">
<!--
window.location = "http://sam.azgor.com"
//-->
</script>

যেকোনো পোস্ট বা পেজে Edit HTML এ ক্লিক করে পেস্ট করে দিন কোডটা। তারপর Publish করুন। ব্যস হয়ে গেল।

এছাড়াও আরো কয়েকটি পদ্ধতিতে করা যায়। এগুলোও নিচে দেওয়া হল।

  • <script language="javascript" type="text/javascript">
    window.location.href="login.jsp?backurl="+window.location.href;
    </script>
  • <script language="javascript">
    alert("back");
    window.history.back(-1);
    </script>
  • <script language="javascript">
    window.navigate("top.jsp");
    </script>
  • <script language="javascript">
    self.location="top.htm";
    </script>
  • <script language="javascript">
    alert("Access Violation");
    top.location="error.jsp";
    </script>

3 comments:

  1. ইউ আর এল রিডিরেক্ট সহজ করে দিলেন। কাজে আসবে।

    ReplyDelete
  2. @internet security mediafire ধন্যবাদ মন্তব্যের জন্য।
    আবার আসবেন আশা করি।

    ReplyDelete
  3. ভাল পোস্ট।
    খুব উপকার হল।

    ReplyDelete

Comment here if you have anything to ask me. Please do not spam.