ফ্রিল্যান্সিং/আউট সোর্সিং এ কাজ করে অথচ পেপালের কথা জানে না এমন লোক খুঁজে পাওয়া কষ্ট হবে। কিন্তু অনেকেই হয়ত জানে না যে পেপাল আন ভেরিফাইড একাউন্টে সেন্ড,রিসিভ,উইথড্র তে লিমিটেশন আছে।
যেমন আমার বড় ভাই এর এক ফ্রেন্ড (জনি ভাই) ওডেস্ক থেকে কাজ করে গত ২০১০ সালের কোনো এক মাসে ১২০০ ডলারের কাজ করেন। কিন্তু বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, তাই উনি একাউন্ট ভেরিফাই করতে পারেন নাই। তারপরও আনভেরফাইড একাউন্ট দিয়ে বিভিন্ন সময় নেট থেকে হাবিজাবি কিনতেন। তো ঐ মাসে একটা মোবাইল আর একটা ল্যাপটপের অর্ডার দেন নেটে। ব্যস উনার কপাল খারাপ ঐখানেই।
পেমেন্টের সময় পেপাল দেখল ১২০০ ডলার এক মাসে সেন্ড করাতেছে এক মাসে। দিল ১২০০ ডলার বাজেয়াপ্ত কইরা সাথে ৭৫০ ডলার জরমানা।
জনি ভাইয়ের তো বিচি কান্দে। "হালায় এইডা কি হইল", সাথে সাথে উনি ছবি তুইলা সেন্ড করছিলেন, কিন্তু এখন আমার কাছে নাই। কোনো একসময় পাইলে এটাচড কইরা দিমু নে :p সুতরাং সাবধানতা অবলম্বন করা উচিত সবসময়। আমি নিচে সাইপ্রাসের আনভেরিফাইড একাউন্টের ছবি সহ লিমিটস দিলাম। বিভিন্ন কান্ট্রির জন্য এর পরিমান বিভিন্ন হতে পারে।
Sending limit per year $650 USD
Withdrawal limit per month $250 USD
Withdrawal limit per year $1,300 USD
jony vai er jonno mon karap holo
ReplyDelete@Amimul islam rafi মাইনসে নেট থেকে ইঙ্কাম করে কত কষ্ট কইরা আর একটু ভুলের জন্য যদি বাজেয়াপ্ত হয়ে যায় মনটা কার না খারাপ হয়।
ReplyDeleteজনি ভাই দুঃখে কান্তেও পারে নাই। :(