ক্রিক@

# যদিও শুনতে খারাপ দেখায়, আমি জানতাম না যে আজকে কোন দেশের খেলা! বিকালের দিকে পাঙ্খা নামের একটা নাটক দেখতাছিলাম, (রাকিবের পেন ড্রাইভ থেকে পাওয়া) পিনিক পাইতাছিলাম প্রচুর। হঠাৎ আম্মা বাজারে পাঠাইল। আদা-১কেজি,রসুন-১কেজি আর জিরা-আধা কেজি আনার কথা ছিল, কিন্তু গড়বর কইরা ফালাইছি। মাথায় খালি নাটকের "তোতা" মিয়ার কথা চক্কর দিতাছিল।
আবার যাইতে হইল বাজারে :( দেখি বাবু ভাইয়ের পাশের দোকানে উৎসুক জনতার ভিড়, তাই আমি আর উৎসাহ দেখাইলাম না।
রাইতের বেলা খাইতে বসলাম, হঠাৎ শুনি চিল্লাচিল্লি। বাপে খাওয়া শেষ কইরা বিড়ি ধরাইতাছে আর আম্মা ষ্টাড় ঝলসা নাকি যি বাঙলার সিরিয়াল দেইখা খুব পিনিক পাইতাছে।
না, মনে সন্দেহ হইলো সিরিয়াল দেইখা তো কেউ "৪" কইয়া চিল্লায় না। খাওয়া থুইয়া গেলাম দেখতে কি জিনিস এটা ? বুঝলাম যে না কালকে অন্তত মাইসেরে মুখ দেখাইতে পারমু। বাংলাদেশ আর ইংল্যান্ডের খেলার শেষ মুহুর্তে দেইখা বুঝলাম, এরাও মুখ দেখাইবার লায়েক রইছে।
খেলা শেষ হওয়ার পর মনে হইল, বাবু ভাইয়ের পাশের দোকানের উৎসুক জনতা কি দেখতাছিল। তবে আমি খুশি যে বন্ধু-বান্ধব এর আড্ডায় কালকে কইতে পারুম কিছুটা। গত খেলায় তো আমি জানতামও না যে বাংলাদেশ হাইরা গেছে।

আরোও কিছু পোস্ট:

No comments:

Post a Comment

Comment here if you have anything to ask me. Please do not spam.