গুগল এডসেন্সে মোট চার ধরনের প্রোডাক্ট আমি ব্যবহার করি। বাংলাদেশে অনেকেই এই প্রোডক্ট ব্যবহার করে। কিন্তু এমনও ব্লগার আছে যারা ব্যবহার তো দূরের কথা এই সম্পর্কে জানেনই না। আবার অনেকে জানার চেষ্টা করছেন। গত মাসে আমার এক বন্ধু এই বিষয়ে জানতে চেয়েছিল। পরীক্ষার কারনে লিখতে পারি নাই এতদিন।
এডসেন্স ফর ফিড - পর্ব ১ |
- AdSense for Content
- AdSense for Search
- AdSense for Feeds
- AdSense for Domains
কিভাবে তৈরী ফিড এডস তৈরী করবেন ?
মেন্যুয়ালি ফিডবার্নার থেকেও করতে পারেন। আবার ব্লগার ডট কম থেকেও করতে পারেন যদি গুগলের এই ফ্রি হোস্টিং সার্ভিস ব্যবহার করে ব্লগ বানান। আমি ব্লগার ডট কমে কি ভাবে করতে হয় বর্ননা দিচ্ছি।প্রথমে ব্লগার ডট কমের ড্যাশবোর্ডে যান। তারপর যে ব্লগের ফীডে এডস দেখাতে চান সেখানে Monetize অপশনে ক্লিক করেন। নিচের ছবির মত।
এডসেন্স ফর ফিড - পর্ব ১ |
এখন Adsense for Feeds এ ক্লিক করে সেট করে নিন। পোস্টের কোথায় দেখাতে চান , উপরে না নিচে ? তাপর NEXT এ ক্লিক করে ফিড সেভ করে নিন। নিচের ছবির মত।
এডসেন্স ফর ফিড - পর্ব ১ |
তারপর এই রকম একটা লেখা আসবে -
AdSense for Feeds: Setup Complete
Your blog's feed is now redirecting to http://feeds.feedburner.com/ImABadBoy, and AdSense For Feeds is enabled.
এর মানে আপনার ব্লগের ফিড বার্ন হয়ে গেছে। এটা ব্লগার অটোমেটিক করে দিয়েছে। যদি আপনি সেলফ হোস্টেড ব্লগ ইউজ করেন তাহলে ফিডবার্নার দিয়ে মেন্যুয়ালি বার্ন করতে হবে। যেহেতু আমি সেলফ হোস্টেড ব্লগ ইউজ করি না তাই স্ক্রিনশট দিতে পারলাম না। এই জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
এখনো শেষ হয় নাই ফিড এডসের কাজ! আপনাকে এডসেন্স এর প্যানেল থেকে ফিড add করে দিতে হবে। এই লিঙ্কে ক্লিক করেন https://www.google.com/adsense/aff-settings অথবা মেন্যুয়ালি এডসেন্স প্যানেল থেকে যেতে পারেন। নিচের ছবিটা দেখুন।
এডসেন্স ফর ফিড - পর্ব ১ |
আশা করি সবার কাজে আসবে। যদি না বুঝেন মন্তব্য আপনার জন্যে উন্মুক্ত।
আরোও কিছু পোস্ট:
great post for me.
ReplyDeletei love your blog. but what happened to your previous theme.
Nice post.
ReplyDeleteCarry on.
i want a details information about google adsense.like adsense account acceptation, blogging and adsense etc.i want to chat with someone who know about adsense.my email id for chat is (m01671408374@gmail.com)
ReplyDeleteএই লিঙ্কগুলা থেকে ভালো ভাবে টার্মস এন্ড কন্ডিশন দেখুন।
ReplyDeletehttp://adsense.blogspot.com/
https://www.google.com/adsense/localized-terms
https://www.google.com/adsense/support/bin/topic.py?topic=8423
https://www.google.com/adsense/support/bin/topic.py?topic=8420
তারপর এপ্লাই করুন। অবশ্যই ৬ মাস পুরনো কোনো ব্লগ/সাইট। এবং minimum ১০০ ভিজিটর ডেইলি। language supported হতে হবে।
এসইও ছাড়া এডসেন্সে কোনো লাভ নেই। so be carefull!!!!!!
যদি এক্সেপ্ট না হয় তাহলে হাবপেজ,ডকস্টক ইত্যাদি দিয়ে চেস্টা করতে পারেন।
I have configured adsense account for my sites, but its not working. Will u please help me out. my gmal account : tanvirsojib@gmail.com
ReplyDelete@tanvirsojib এডসেন্স এর প্যানেল থেকে ফিড add করে দিতে হবে।
ReplyDeletehttps://www.google.com/adsense/aff-settings
আপনার বার্ন করা ফিডের URL টা দিলে বুঝতাম আরেকটু ভালোভাবে :(
Bhai jan, ami apnar blog er ek jon niyomito pathok. Blogging ekhono valo bujhina. google amr adsense er account ta inactive kore dise. kno korlo r ekhn ki etake abr reactive kora jabe? jodi jay tahole kivabe korbo. ektu bistarito janale upokrito hobo. apnr response er opekkhay roilam. Thanks in Advance.... :D
ReplyDelete@ Abdujjaher Milon: শুনে খুব খুশি হলাম :)
ReplyDeleteআপনার কথা ঠিক মত বুঝা গেলো না !!!! inactive নাকি disable?
# যদি inactive হয় তাহলে আপনার এডসেন্স একাউন্ট এখনো চালু হয় নাই। সেই ক্ষেত্রে এডসেন্সের জন্য এপ্লাই করতে হবে।
# আর যদি disable হয় তাহলে বুঝতে হবে আপনি ব্যান হয়েছেন? সেই ক্ষেত্রে পুরান একাউন্ট ফিরে পাবেন না (যদিও সিস্টেম আছে)
এখানে এপ্লাই করেন https://www.google.com/adsense/g-app-single-1
আর এই ব্লগটা ফলো করেন - http://adsense.blogspot.com/
ভাই, আমার একাউন্ট disable করে দিয়েছে।
ReplyDeleteমানে আমি ব্যান হয়েছি। তাহলে এই মুহুর্তে আমার কি করনিয় জানালে উপকৃত হব। কোন ভাবেই কি এই একাউন্ট টা কে পুনরুদ্ধার করা যাবেনা? আপনার কথা অনুযায়ী আমি এপ্লাই করে দেখছি। দেখি কি হয়।
@ Abdujjaher Milon: ডিজেবল একাউন্ট ফিরে পাওয়া সম্ভব কিন্তু কেউ পেয়েছে কিনা আমার জানা নাই, অনেক ঝামেলার ব্যাপার।
ReplyDeleteআমার ৬ টা একাউন্ট ডিজেবল হয়েছে এই পর্যন্ত। চিন্তার কোনো কারন নাই। একাউন্ট হলেই সব কিছু হবে না, কারন বাংলাদেশে এডসেন্স একাউন্ট এর ঝামেলাগুলি হচ্ছে approve > verify > withdraw
চেষ্টা চালিয়ে যান, সফল হবেন ইনশাল্লাহ