ঘটনার সাল ঠিক খেয়াল নাই। তবে ঘটনাটার স্থান খেয়াল আছে। "রেসিডেন্সিয়াল মডেল কলেজ" নাম শুনার কথা। আমার বড় ভাই তখন কোন ক্লাসে পড়ত জানি না। ঘটনা তার ক্লাসের এক ছেলের। সে সম্ভবত জয়নুল আবেদিন হাউসে ছিল
বাইরে থেকে মাত্র হোস্টেলে এসে বিছানার উপর নেভী সিগারেটের একটা প্যাকেট রাখল। এমন সময় ক্লাস টিউটর রুমে ঢুকল।
স্যারঃ অইইইইইইইই আরাফাইত্তা।
আরাফাতঃ কি অইছে ছার। চিল্লান ক্যা।
স্যারঃ কিইইইহ তুই নেভি খাছ ?
আরাফাতঃ ছার খুইল্লা দেহেন ভিত্রে গল্লিফ।
যদিও ঘটনাটা ছাত্রদের জন্য অত্যন্ত পিনিকের, কিন্তু একজন শিক্ষকের জন্য ... বুঝেনই তো। ছেলেটার নাকি অনেক মেধা ছিল, কিন্তু পরিবেশের কারনে আউটপুট দিতে পারে নাই।
কয়েক বছর আগে আরাফাত নামের ছেলেটা নৌকাডুবিতে মারা যায়। খুবই খারাপ লাগে তার জন্য। আজকে হঠাৎ তার এই ঘটনা মনে পরে গেল। তাই ব্লগে শেয়ার করলাম।
Really sad!
ReplyDeleteWe pray for him...