গুগলের মাগনা প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করি

গুগল মামার কাছ থেকে পাওয়া মাগনা প্রোডাক্ট। আমি এগুলো ব্যবহার করি। এর জন্য আমাকে কোন টাকা দিতে হয় না। যদি এই সব সার্ভিস ব্যাবহার করতে টাকা লাগত আমার মত অনেকেই ইন্টারনেটের ধারের কাছে আসতে ভয় পেত। গুগলের এপ্স ইউজ করে মাগনা মানে পুরা ফাউ জটিলস জিনিসপত্র ইউজ করতে পারবেন এমনকি নিজস্ব ব্রান্ডের মানে নিজের ডোমেইনের সাথে এইসব টুলস ইউজ করতে পারবেন। আমি নিজে ইউজ করি। আগামীতে নিজস্ব ব্রান্ড ইউজের উপর কিছু পোস্ট থাকবে। এর আগে একটা পোস্ট ছিল নিজস্ব ডোমেইনে জিমেইল।

তখন অনেকেই ব্যাপারটা নিয়ে এতো গভীর ভাবে চিন্তা করে নাই। আমি নিজেও এরকম ভাবে চিন্তা করি নাই। কিন্তু গত সপ্তাহে নতুন এপ্লিকেশনগুলা দেইখা তো মাথা নষ্ট। যাই হোক ঐগুলা অনেক বিস্তারিত লেখতে হবে। তা না হলে বুঝানো কষ্টকর হয়ে যাবে।

  • প্রোডাক্ট: ব্যবহারের পরিমান
  1. AdSense: সবচেয়ে বেশি
  2. AdWords: না
  3. Alert: মুটামুটি
  4. Analytics: বেশি
  5. App Engine: সবচেয়ে বেশি
  6. Blogger: সবচেয়ে বেশি
  7. Bookmarks: না
  8. Calender: না
  9. Docs: বেশি
  10. DoubleClick for Publishers: না
  11. FeedBurner: বেশি
  12. Gmail: সবচেয়ে বেশি
  13. Google Friend Connect: বেশি
  14. Google URL Shortener: মুটামুটি
  15. iGoogle: না
  16. orkut: কম
  17. Picasa Web Albums: বেশি
  18. Reader: কম
  19. Sites: মুটামুটি
  20. Subcribed Links: না
  21. Talk: বেশি
  22. Voice: না
  23. Web history: না
  24. Webmaster tools: বেশি
  25. YouTube: কম
সার্চ ইঞ্জিনের কথা লিখতে ভুলে গেছি। গুগল মামার সাথে অন্য কিছুর তুলনা চলে না। তারপরও মামার সার্চ রেজাল্ট আমি ব্যক্তিগত ভাবে পুরোপুরি সন্তুষ্ট না।
আমার মতে ৯৯% ইউজার সার্চ ইঞ্জিনের উপর নির্ভরশীল। আর ১% হয় নিজেই সার্চ ইঞ্জিন না হয় সার্চ ইঞ্জিন কি জিনিস জানেই না। এখানে আমি সমগ্র সার্চ ইঞ্জিনের কথা বলছি।

No comments:

Post a Comment

Comment here if you have anything to ask me. Please do not spam.