পিকাসা এ্যালবামের ছবির সাইজ হ্যাক

পিকাসা এ্যালবামের ছবির সাইজ হ্যাক বললে ভুল হবে কিনা জানি না। তবে এটা আমার কাছে ঐরকমই মনে হয় অনেকটা। আমি এটা নিয়ে এর আগেও পোস্ট দিতে চেয়েছিলাম। সময়ের অভাবে দিতে পারি নাই। যাই হোক আমরা দেখি জিনিসটা কিভাবে হয় -
পিকাসা এ্যালবামের ছবির সাইজ হ্যাক
পিকাসা এ্যালবামের ছবির সাইজ হ্যাক
উপরের লিঙ্কগুলো দেখুন। সবগুলো কিন্তু একই ছবি। বিভিন্ন সাইজে আপলোড করি নাই। সাইজ জেনারেট করেছে লিঙ্ক নিজেই।
কিভাবে পিকাসা এ্যালবামের ছবির সাইজ হ্যাক হলো ?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEha_WTrLJ1tyLUhlDYih1SBp11gDwdqYQLftYbLRR3dHXQCdyvGtX3vz-TheaTy1Mn1CmP7IasfipOQyjgxBTMSJ2futrXEPXTIVzqcaqgpWfyARInbPPtZ9agORxDy8lkN2mRGpKAVQoA/s1600/header+s.png লিঙ্কটি ভালভাবে লক্ষ্য করুন।
ব্লগারে কোনো ছবি আপলোড দিলে পিকাসা এ্যালবামে ডিফল্ট ভাবে আপলোড হয়ে যায়। আর এর উইডথ মানে প্রশস্থতা হয় সর্বোচ্চ ১৬০০পিক্সেল। হ্যাকটা মূলত এখানেই :)
s1600 এর স্থানে আপনার পছন্দ মত উইডথ বসিয়ে নিন। তাহলেই সাইজ ছোট হয়ে যাবে। যেমন আমি ৮০০,৪০০,২০০,১০০ ব্যবহার করেছি। এর হাইট মানে উচ্চতা এর সমানুপাতিক হারে কমবে বা বাড়বে।
করে দেখুন নিজেই বুঝতে পারবেন।
আরোও কিছু পোস্ট:

1 comment:

Comment here if you have anything to ask me. Please do not spam.