অনলাইন মিউজিক |
তেমন আহামরি কিছু করতে হবে না :) নিচের কোডটা কপি পেস্ট করে দেন আপনার কাঙ্খিত পেজ বা পোস্টে। আর কিছু বর্নণা করে দিচ্ছি কিভাবে করতে হবে।
আপনাকে মনে রাখতে হবে এটা swf প্লেয়ার। নিজের পিসিতে যেমন এডোবি ফ্লাশ থাকা লাগবে অপরদিকে ভিসিটরের পিসিতেও ফ্লাশ থাকতে হবে।
কোডঃ
<embed flashvars="audioUrl=আপনার অডিউ লিংক" height="27" quality="best" src="http://www.google.com/reader/ui/3523697345-audio-player.swf" type="application/x-shockwave-flash" width="400"></embed>- আপনার অডিউ লিংকঃ এখন যে গানটি প্লে করতে চান সেই লিঙ্কটি আপনাকে এড করে দিতে হবে। লিঙ্কটি এরকম হতে হবে http://sam.azgor.com/samazgor.mp3
ব্যান্ডুইডথের কথা যদি চিন্তা করেন তাহলে গুগল সাইটসে আপলোড করে দিতে পারেন। যেমনঃ http://sites.google.com/site/bloggersentral/file-storage/GetaranJiwa.mp3 , অথবা songs.pk বা music.com.bd এর গান গুলো দিতে পাড়েন। এমন আরো অনেক সাইট আছে যেখান থেকে সরাসরি ডাউনলোড করা যায়। - width="400": এখানে আপনার সুবিধামত উইডথ বসিয়ে নিতে পারেন। অথবা যা আছে তাই রেখে দিতে পারেন।
- height="27": এখানে আপনার সুবিধামত হাইট বসিয়ে নিতে পারেন। অথবা যা আছে তাই রেখে দিতে পারেন।
আমার গত পোস্টে মিউজিক প্লেয়ার এড করে একটা পোস্ট দিয়েছিলাম। তাই নতুন করে DEMO দিলাম না। >> রা ওয়ান ছবির চাম্মাক চাল্লুর লিরিক+ডাউনলোড লিংক
ফ্লাশ প্লেয়ার ছাড়া যদি অন্য প্লেয়ার ব্যবহার করতে চান তাহলে ইয়াহু এর মিডিয়া প্লেয়ার ব্যবহার করতে পারেন। অন্তত অন্যগুলার চেয়ে ভালো হবে। আর যদি পারেন তাইলে নিজেই একটা প্লেয়ার বানাইতে পারেন। http://mediaplayer.yahoo.com/
ভাই অডিও লিঙ্কটা কিভাবে পাব ?
ReplyDeleteদুই ভাবে পেতে পারেন।
ReplyDelete১। নিজে আপলোড করে। যেকোনো ওয়েবহোস্টিং সার্ভারে।
http://sites.google.com/ এটা দেখতে পারেন
http://freehostia.com/
http://nuzoka.com/
http://byethost.com/ ইত্যাদি
২। অন্যের আপলোড করা ফাইল থেকে। সেক্ষেত্রে songs.pk বা music.com.bd এর গান গুলো দিতে পারেন। এরকম আরো অনেক সাইট আছে। তাদের ডাউনলোড লিংকটা কাজে লাগান।
মনে রাখবেন, ফাইল হোস্টিং সাইট যেমন মিডিয়াফায়ার,হটফাইল এগুলোর লিংক দিলে কাজ হবে না।
আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।