ফেভিকন গেজেট যুক্ত হল ব্লগারে - favicon in blogger

এতদিন আমরা ব্লগারে ফেভিকন পরিবর্তন করতাম টেমপ্লেট হ্যাক করে। আমি গত বছর এই নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। যদিও ঐটা নিয়ে হাজার হাজার ব্লগে পোস্ট আছে :) যারা ওয়ার্ডপ্রেস ডট কম বা অর্গ ব্যবহার করেন তাদের কাজে লাগতে পারে। নিচের লিঙ্কে দেখে নিতে পারেন।
আজকে ড্যাশবোর্ড থেকে ডিজাইনে যাওয়ার পর দেখি নতুন নতুন লাগতেছে। কিন্তু চোখে ধরা পরতেছিল না। হঠাৎ বামদিকে দেখি favicon নামে আরেকটা গেজেট। নিচের ছবিটার মত।

এখন জিনিস্টা আরো অনেক সহজ হয়ে গেলো। আপনার .ico ফাইলটি আপ্লোড করে দিন। সবচেয়ে ভালো হয় ফাইলটির রেশিও যদি বর্গাকৃতির হয়। যেমন ৫০x৫০ px।

1 comment:

Comment here if you have anything to ask me. Please do not spam.