How to create an internet shortcut - কিভাবে ইন্টারনেট সর্টকাট তৈরী করবেন

How to create an internet shortcut - কিভাবে ইন্টারনেট সর্টকাট তৈরী করবেন
internet shortcut
ইন্টারনেট সর্টকাট তৈরী সম্পর্কে অনেকেই হয়ত জানেন না। এটা আপনার ব্লগ বা সাইট পাব্লিশিং এর জন্য ভাল একটা পদ্ধতি হতে পারে। ধরেন আপনি কোনো একটা মুভি বা নাটক বা সফট বা যে কোনো ফাইল আপলোড করলেন। আপনার লিঙ্কটি হয়ত দেখা যাবে অনেকেই নিজের সাইটে লাগিয়ে সম্পূর্ণ ক্রেডিট নিজের বলে চালিয়ে দিচ্ছে। তাতে আপনার কিছুটা হলেও লস হয়ে গেল। এত কষ্ট করে BW খরচ করে আপলোড করলেন, আর অন্য কেউ নিজের বলে চালিয়ে দেয় তখন এই দুঃখ কোথায় রাখবেন!!

এখন যদি আপনি ফাইলটি কম্প্রেশ(জিপ/রার) করে আপনার সাইটের সর্টকাট দিয়ে আপলোড করেন তাহলে ডাউনলোডকারী খুব সহজেই বুঝতে পারবে যে এটা আপনার ফাইল। যদিও সে অন্যখান থেকে ডাউনলোড করেছে।

ইন্টারনেট সর্টকাট তৈরীর দুইটি পদ্ধতি রয়েছে। আমি এই পোস্টে একটি দিচ্ছি কারন সময়ের অভাবে ঐটা রেকর্ড করতে পারি নাই। সামনের পোস্ট ইনশাল্লাহ পাব্লিশ করব।

Video:

1 comment:

  1. সঠিক সময়ে সঠিক টিপস। এটা খুজতেছিলাম অনেকদিন ধরে।

    ReplyDelete

Comment here if you have anything to ask me. Please do not spam.