|
ফেসবুক এবং গুগল + |
এতদিন ফেসবুক ইউজ করলেও বুদ্ধিমানেরা এখন
জি + এর দিকে ছুটছে। তাই বলে তো ফেসবুক কে ফেলে দেওয়া যায় না। কিন্তু এত সময় কোথায় সব খানে স্ট্যাটাস মারার। আর বাংলাদেশের নেটের স্পীডে বার বার পেজ লোড দিয়ে
ব্যান্ডউইথ খসানোর মত পাবলিক খুব কম আছে। তাহলে উপায় কি!!! চলেন দেখি কিভাবে বিষয়টা সমাধান করা যায়।
নিচের ছবি গুলা লক্ষ্য করুন। ছবিগুলা দেখলে বুঝে ফেলার কথা, আমি নিচে হালকা বর্ননা দিলাম। তারপরও যদি কেও না বুঝেন, তাইলে আমারে স্মরণ করবেন।
|
ফেসবুক থেকে ইমেইল এড্রেসটা সংগ্রহ করুন |
|
জি + এর সার্কেলে ফেসবুকের ইমেইল এড করে নিন |
|
স্ট্যাটাস দেওয়ার সময় প্রয়োজন মত সার্কেল দিন |
|
ফেসবুকের প্রোফাইলে এরকম স্ট্যাটাস আপডেট হয়ে যাবে |
|
এই স্ট্যাটাস টা ই ফেসবুকে ইমেইলে আপডেট হয়েছে |
কিভাবে ??
- ফেসবুকে লগ ইন করুন।
- তারপর এই লিংক এ যান http://facebook.com/mobile
- ফেসবুক প্রদত্ত ইউনিক ইমেইল এড্রেসটা কপি করুন।
- গুগল প্লাস এর সার্কেল (Circles) পেজ এ যান।
- ফেসবুকের ঐ ইমেইলটা এড করে কোন সার্কেলে এড করে দিন প্রয়োজন মত।
- ব্যাস হয়ে গেল, এখন স্ট্যাটাস দেওয়ার সময় সার্কেল সিলেক্ট করে স্ট্যাটাস দিতে থাকেন।
বিঃদ্রঃ জি + থেকে আপ্লোডকৃত কোনো ছবি ফেসবুকে আপলোড হবে না। এবং স্ট্যাটাস নির্দিস্ট অক্ষরে ভিতর হবে। সম্ভবত ৩০ অক্ষর বা কাছাকাছি।
valo post...
ReplyDeletevalo buddhi ber koresen, oneker kaje asbe-somoy o bachbe
ReplyDeletehttp://ping.fm ami babohar kori. apnar chobi ta kothin hoese.
ReplyDelete@Shahriar Tanvir Upol: ভাই ধন্যবাদ মন্তব্যের জন্য। পিং ডট এফেম নিয়ে অনেকদিনাগে একটা পোস্ট করেছিলাম। এখন ওটা ব্যবহারের সুযোগ পাই না।
ReplyDeletemultiple status update
আমার প্রোফাইল পিকচার অনেক গবেষণা করে আপলোড করেছি। width 366px height 1024px অনেকদিন আগের তোলা ছবি এটা।
#আপনার চেক ভাঙ্গাইছেন ?? একটু ডিটেইলস জানায়া একটা মেইল দেন, ওটা নিয়ে একটা পোস্ট দিব।