গুগল প্লাস |
আমার ব্লগের জন্য শেয়ার বাটন গুলার মধ্যে রয়েছে "ইমেইল, ব্লগ, টুইটার, ফেসবুক, বাজ" অনেক ক্ষেত্রে "অরকুট" দেখা যায়। কিন্তু গুগল প্লাসে শেয়ার করার মত কিছু নাই। কিন্তু আমি পোস্টে থেকেই জি প্লাস এ শেয়ার করি। পদ্ধতিটা খুব সহজ।
শেয়ার বাটন |
INSTRUCTION
১। প্রতি পোস্টের জন্য আলাদা গুগল প্লাস বাটন থাকতে হবে।২। গুগল প্লাসে আইডি থাকতে হবে।
৩। যে পোস্ট শেয়ার করতে চান সেখানে প্লাস দিন।
৪। তা নাহলে এই লেখা আসবে "Click here to publicly +1 this as xxxxxxx"
৫। এখন প্লাস বাটনে মাউস ধরে রাখুন কিছুক্ষন। দেখবেন ব্রাউজার লোড নিচ্ছে।
৬। তারপর লেখা আসবে "Share on Google +"
৭। ওখানে ক্লিক করুন। ব্যস হয়ে গেলো আপনার কাজ।
৮। এখন শেয়ার করুন মন মত।
৯। স্ক্রিন শট দেখে নিতে পারেন।
awsm ......
ReplyDeletekhub valo tune.
aro chai..
dhonnobad.