সবকিছুর পরেও বাংলা ডোমেইন নিয়ে নাড়া চাড়া করার কৌতূহল থেকেই যায়। সেই চিন্তা থেকে একটা সাবডোমেইন দিয়ে কাজ চালানোর পরিকল্পনা করি। কিন্তু সমস্যা সৃষ্টি হলো এখানে এসেই। ডোমেইন প্যানেল তো অ্যাসকি ছাড়া অন্য কিছু নিবে না। তখন উপায়ও পেয়ে গেলাম তাড়াতাড়ি।
ব্রাউজারে গিয়ে যে নামে সাবডোমেইন নিবো সেটা [dot]com সহ লিখলাম। তারপর অটোমেটিক অ্যাসকি তে কনভার্ট হয়ে গেল। যেমন http://গুগল.com/ হয়ে গেলো http://xn--r5ba5fsc.com/ তারমানে xn--r5ba5fsc ই হচ্ছে আমার কাঙ্খিত সাবডোমেইন। এখন যদি কেউ http://গুগল.azgor.com/ টাইপ করে তাহলে http://xn--r5ba5fsc.azgor.com/ চলে যাবে। গুগল ক্রোমে অবশ্য http://গুগল.azgor.com/ এটাই শো করবে।
আপনার ব্রাউজারে যদি সমস্যা করে তাহলে http://সাবডোমেইন.blogspot.com/ দিয়েও ট্রাই করতে পারেন। নিচে ছবি দিলাম, হাইলাইট করা অংশ হচ্ছে বাংলা সাবডোমেইন।
তাহলে দেরী না করে বানিয়ে ফেলুন আপনার বাংলা সাবডোমেইন। যারা ডোমেইন প্যানেল থেকে করতে চান। অ্যাসকি তে কনভার্ট করা শব্দ দিয়ে একটা সিনেম(CNAME) অথবা নেমসার্ভার(NS Record) ক্রিয়েট করুন। আর হোস্টিং প্যানেল থেকে অ্যাসকি তে কনভার্ট করা শব্দ দিয়ে সাবডোমেইন বানিয়ে ফেলুন। প্রকৃতপক্ষে অ্যাসকি তে কনভার্ট করা শব্দটা হচ্ছে ডোমেইনের অংশ যা আমরা আপাত দৃষ্টিতে বাংলা সাবডোমেইন হিসেবে দেখব।
ভালো লাগলো ।
ReplyDeleteধন্যবাদ শরিফ ভাই মন্তব্যের জন্য।
ReplyDeletechorom idea
ReplyDelete