অনেক সময় আমাদের এমন দরকার পড়ে যে অন্য সাইটের লিঙ্ক এড করতে হয়। সেক্ষেত্রে আমরা সাধারন নিয়মে লিখি যেমনঃ
<a href="http://www.azgor.com/">Azgor</a>যদি আরেকটু লজিক বাড়িয়ে দেই, যেমন এই লিঙ্কটা ব্লগস্পটের ডিফল্ট কোনো টেমপ্লেটের পেজ ট্যাবে দিতে চাই, তাহলে এভাবে দেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা একটা পেজ বানিয়ে সেটাকে রিডিরেক্ট করে দিতে পারি কাঙ্খিত এক্সটার্নাল ইউয়ারএল-এ।
কিন্তু ব্যাপারটা একটু ঝামেলার। তাই ব্লগার নিয়ে এসেছে নতুন একটি ফিচার। যা খুব সহজেই এক্সটার্নাল ইউয়ারএল লাগাতে পারবেন পেজ ট্যাবে। এজন্যে অবশ্যই ব্লগার ড্রাফট ভার্সন ব্যবহার করতে হবে। আমি নিচে স্ক্রিনশট দিলাম, না বুঝলে মন্তব্য লিখুন কোন জিনিস বুঝেন নাই।
No comments:
Post a Comment
Comment here if you have anything to ask me. Please do not spam.