জীবন থেকে নেয়া - Jibon Theke Neya

জীবন থেকে নেয়া
জীবন থেকে নেয়া - Jibon Theke Neya
"জীবন থেকে নেয়া" চলচ্চিত্রটির কাহিনী, প্রযোজনা এবং পরিচালনা করেন বিখ্যাত নির্মাতা জহির রায়হান। জহির রায়হান একজন বস টাইপের পরিচালক। বর্তমান সময়ের পরিচালকেরা যদি জহির রায়হানকে ফলো করতো তাহলেও বাংলা ছবির অবস্থা খুবই ভালো থাকত। সংগ্রামের চরম পরস্থিতির সময় "জীবন থেকে নেয়া" চলচ্চিত্রটি মুক্তি পায়।
বিটিভির বদৌলতে এই ছবিটি প্রতি বছর ২১ ফেব্রুয়ারীতে প্রচারিত হয়ে যাচ্ছে। এই ছবি দেখেনি এমন পাবলিক মনে হয় না বাংলাদেশে বাস করে। আমি যতবার "জীবন থেকে নেয়া" ছবিটি দেখি ততবারই পিনিক পাই।
এই ছবিটি মুক্তি দিতে প্রচুর ঝামেলা হয়েছিল। বাংলাদেশ এর স্বাধীনতার পিছনে বড় ধরনীর ভুমিকা রয়েছে এই ছবির।

পরিচালক একটি পরিবার এর এক সার্বভৌম মহিলাকে চিহ্নিত করেছেন তৎকালীন পাকিস্তানের রাস্ট্রপতি আইয়ুব খান এর রাজনৈতিক একনায়কতন্তের রূপক অর্থে। দুইটা সমান্তরাল কাহিনি একসাথে দেখানো হয়েছে জীবন থেকে নেয়া ছবিতে। ঘরের বাইরে রাজনৈতিক অস্থিরতা, আর ঘরের ভিতরে পরিবারের সদস্যদের উপর গৃহকর্ত্রীর অত্যাচার। ছবিতে ১৯৬৯ এর গণভ্যুত্থানের কিছু তথ্যচিত্র দেখানো হয়েছে। ছবিতে রওশন জামিল সেই গৃহকর্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। যিনি সব কর্তৃত্ব নিজের আয়ত্তে রাখতে চান। তাঁর কাজ হলো, চাবির গোছা ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে ধমক দেওয়া। তাঁর এমন শাসন কেউই মানতে চায় না। একসময় ঘরের দরজা ও দেয়ালে পোস্টার সাঁটা হয়। তাঁর শাসন থেকে মুক্তি পেতে পরিবারের অন্য সদস্যরা আন্দোলনও করে। একসময় তিনি নতিস্বীকার করতে বাধ্য হন। ঠিক একইভাবে পাকিস্তান নতিস্বীকার করতে বাধ্য এবং বাংলাদেশ এর স্বাধীনতা আসে।
ছবিটি শুটিংয়ের সময় সাধারণ মানুষ খুব সহযোগিতা করেছিল (বর্তমান সময়ে এটা স্বপ্ন)। ছবির শুটিং হয়েছিল শহীদ মিনার, আজিমপুর গোরস্তান ইত্যাদি জায়গায়।

এক নজরে জীবন থেকে নেয়া

ছবির নামঃ জীবন থেকে নেয়া - Taken From Life
পরিচালকঃ জহির রায়হান
মুক্তির সনঃ ১৯৭০ ১০ এপ্রিল (পাকিস্তান)
ডিউরেশনঃ ১ ঘন্টা ৫০মিঃ (প্রায়)
সঙ্গীত পরিচালকঃ খান আতাউর রহমান
চিত্র গ্রহণঃ আফজাল চৌধুরী
সম্পাদনাঃ মলয় বন্দ্যোপাধ্যায়
পরিবেশকঃ আনিস ফিল্ম
দেশঃ বাংলাদেশ
ভাষাঃ বাংলা
রঙঃ সাদা কালো
অভিনয়ঃ
  • রাজ্জাক - ফারুক
  • সুচন্দা - বিথী
  • আনোয়ার হোসেন -
  • শওকত আকবর - আনিস
  • রোজি সামাদ - সাথী
  • খান আতাউর রহমান -
  • রওশন জামিল -
  • বেবি জামান -
  • আমজাদ -
গানের তালিকাঃ
  • এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে (খান আতাউর রহমান)
  • আমার সোনার বাংলা (রবীন্দ্রনাথ ঠাকুর)
  • আমার ভাই এর রক্তে রাঙানো
  • কারার এ লৌহ কপাট (কাজী নজরুল ইসলাম)
  • জাগিয়ে দাও
  • ও আমার স্বপ্নঝরা আকুল করা জন্মভূমি

"জীবন থেকে নেয়া" এর উদ্ধৃতিঃ

একটি দেশ
একটি সংসার
একটি চাবির গোছা
একটি আন্দোলন
একটি চলচ্চিত্র...

জীবন থেকে নেয়া ছবির কিছু স্ক্রিনশটঃ

জীবন থেকে নেয়া
জীবন থেকে নেয়া
জীবন থেকে নেয়া
জীবন থেকে নেয়া
জীবন থেকে নেয়া
জীবন থেকে নেয়া
জীবন থেকে নেয়া
জীবন থেকে নেয়া

কারার এ লৌহ কপাটঃ


সহায়ক লিঙ্কঃ

------------------
# ছবিঃ জীবন থেকে নেয়া
# রিভিউ লিখেছেনঃ Sam
# তারিখঃ 04 Feb 2012
# ছবির রেটিং 4.5

No comments:

Post a Comment

Comment here if you have anything to ask me. Please do not spam.