গুগল এপইঞ্জিনে কাস্টম ডোমেইন সেট - Set up custom domain to google apps

গুগল এপইঞ্জিনে অর্থাৎ এপস্পটে কাস্টম ডোমেইন সেট করতে হলে প্রথমে আপনাকে গুগল এপস এ সাইন আপ করতে হবে। এই লিঙ্কে বিস্তারিত আছে। Click here
গুগল এপইঞ্জিন
গুগল এপইঞ্জিন
  • এখন আপনার ডোমেইনের ইমেইলে লগিন করে, https://appengine.google.com/ এ যান।
  • যদি কোনো এপ্লিকেশন তৈরী না করে থাকেন appspot থেকে তাহলে এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখুন।
  • যে Application এ কাস্টম ডোমেইন লাগাতে চান সেখানে ক্লিক করুন।
  • বাম সাইডে Application Settings লেখাতে ক্লিক করুন।
  • নিচের দিকে Domain SetupAdd Domain... লেখাতে ক্লিক করুন।
  • এখন Agreement এ ক্লিক করে সার্ভিস এক্টিভ করে নিন।
  • Add new URL ক্লিক করে আপনার সাবডোমেইন দিন। (www.azgor.com ও সাবডোমেইন)
  • তারপর আপনার ডোমেইন প্যানেল থেকে একটা CNAME তৈরী করুন ঐ নামে আর এর হোস্ট এড্রেস দিন ghs.google.com
  • ৩০ মিনিট অপেক্ষা করুন, তারপর আপনার ডিএনেস ঠিক হয়ে গেলে ব্যবহার করতে থাকুন।

এক্সটার্নাল লিঙ্কঃ

No comments:

Post a Comment

Comment here if you have anything to ask me. Please do not spam.