লিঙ্ক শেয়ার করার একটা জটিলতম সিস্টেম

অনেক সময় পছন্দের ব্লগের বিভিন্ন পোস্ট শেয়ার করার প্রয়োজন হতে পারে, বিশেষ করে আমার মত যারা আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্লগে শেয়ার বাটন নেই। যেমন আমার এই ব্লগেই ডিফল্ট শেয়ার বাটন নেই। :) না দেওয়ার কারন হচ্ছে আমি খেয়াল করি নাই যে আমার ব্লগের শেয়ার বাটন নাই। এখন অবশ্য বামসাইডে চমৎকার তিনটা শেয়ার বাটন আছে। অন্য কোনো পোস্টে এটার কথা বলব।
আমি নিচের সিস্টেমে আমার ব্লগের পোস্ট শেয়ার করি।
http://www.blogger.com/share-post.g?blogID=কাঙ্খিত ব্লগের আইডি&postID=পোস্ট আইডি&target=email
http://www.blogger.com/share-post.g?blogID=কাঙ্খিত ব্লগের আইডি&postID=পোস্ট আইডি&target=blog
http://www.blogger.com/share-post.g?blogID=কাঙ্খিত ব্লগের আইডি&postID=পোস্ট আইডি&target=twitter
http://www.blogger.com/share-post.g?blogID=কাঙ্খিত ব্লগের আইডি&postID=পোস্ট আইডি&target=facebook
বিঃদ্রঃ প্রত্যেকটা ব্লগস্পট ব্লগের ইউনিক আইডি এবং প্রত্যেকটা পোস্টের ইউনিক আইডি থাকে। এই টিপসটা শুধুমাত্র ব্লগারডটকমের জন্য প্রযোজ্য।
আমি জানি যদিও এটা অনেক কষ্টের এর চাইতে অনেক সহজে ইউয়ারেল সাবমিট করা যায় এফবি/টুইটারে। তারপরও কখন যে কোন টিপস কাজে লাগে তা বলা যায় না। তাই জেনে রাখা ভাল।

আপডেটঃ এই পোস্ট লিখার সময় আমার আগের টেমপ্লেট ছিল। তাই অনেক কিছু খটকা লাগতে পারে।

2 comments :

Saimon Hossain said...

ভাই আমার একটা ব্লগস্পট এ সাইট আছে,আমি চাচ্ছি ব্লগস্পট এ আমি কাজ করব কিন্তু ভিজিটর রা ব্লগস্পট এবং ডট কম দুই ভাবেই আসতে পারবে.........যদি সম্ভব হয় তাহলে আমকে দয়া করে মেইল করবেন :saimonhosssain36@gmail.com my blogspot site:http://musicfunbd.blogspot.com/

Sam said...

সেক্ষেত্রে ডোমেইন সেট করলে সমাধান হয়ে যাবে। যেমন আমার এই ব্লগ samazgor.blogspot.com এর যে কোন পোস্ট sam.azgor.com এর ঐ পোস্টে রিডিরেক্ট হয়ে আসবে অটোমেটিক।

* http://www.google.com/support/blogger/bin/static.py?page=ts.cs&ts=1233381

* http://www.google.com/support/blogger/bin/topic.py?topic=12451

এই দুইটা লিংক থেকে সাহায্য নিতে পারেন।