ছ্যাক খায় না পিন্দে !!!!!!!!!!!!

গুরু নাকি বলেছেন "আরে পাগলা, ছ্যাক না খাওয়া পর্যন্ত জিবনের মানে বুঝবি না।" জিনিছটা খাওয়ার আমার খুব শখ। এই জীবনে তো অনেক কিছুর স্বাদই নিলাম, বাকি থাকা জিনিছগুলার মধ্যে এইটা একটা। আতকা এটা খাওনের শখ জাগছে। আমি নাকি লাইফের মাইনে বুঝি না। আরে লাইফ মানে তো জিবন। লাইফ ছাড়া কি কেউ বাঁচে নাকি।

ছ্যাক খাওয়ার মানে কি মনের মানুষকে মনের গোপন কথা না বলতে পারা। যদি তাই হয় তাহলে তো সবাই ছ্যাক খাইছে। আর আমি তো প্রত্যেক ঘন্টায় ছ্যাক খাইতাছি। যা দেখতাছি সবই ভালো লাগতাছে আর সবকিছু নিজের মনে হয়। পছন্দের জিনিস ধরার আগেই আরেকটা পছন্দ হয়া যায়। অহন বাপে আমারে কোনটা কিন্যা দিবো এই জিনিস চিন্তা কইরা টেনশন লইতাছে।
আমি আবার মাইনসেরে টেনছন দিতে পছন্দ করি। আজকে ছকাল বেলা ঘুম থেইকে তাড়াতাড়ি ফাল মাইরা উঠলাম। ছম্ভবত ১২ টার কিছু কম অইবো। যাই হউক, নাস্তা কইরা বাইরে যাওয়ার প্ল্যান লইলাম। একটা কার্ড কিনতে হইব।
টং দোকানে চা এর সাথে টা পান করলাম। ঠান্ডা মাথায় একটা ফ্ল্যাক্সি লোডের দোকানে গেলাম। হাই স্কুলে পড়ে বড়জোর সেভেনে এই রকম বয়সী এক মাইয়া দোকানে স্কুল ড্রেস পরা। অরে জিগাইলাম বাংলালায়নের কার্ড আছে নাকি। অবাক হয়া গেলো। হঠাৎ তার বাপে আমারে জিগায় "কি লাগবো?"
"এইতো মামা তোমারেই খুজতাছিলাম, বাংলালায়নের কার্ড আছে ?"
হেয় তো আছমান তন পড়ল। আমার দিকে এমন ভাবে তাকাইল মনে হইতাছে সে একজন মেয়ের বাবা, যেন আমি তার মাইয়ারে ইভটিজিং করবার আইছি।
bilai
"বাংলালিঙ্কের কার্ড আছে" দুকান্দার মামা উত্তর দিল খুব চিন্তা ভাবনা কইরা।
আমি বুঝায়া কইলাম "আমি ইন্টারনেটের কার্ড খুজতাছি।" এতক্ষনে সে বুঝছে আমার চাহিদা। দুকান্দার আমারে বাজারের দিকে যাইতে কইল। আমি তো মন মেজাজ খারাপ কইরা হাঠতাছি, আবে হালায় কুন এলাকায় থাকি এইঠা।
বাজারের কাছে আইসা আত্মাডা ইকটু ঠান্ডা হইল। বাংলালায়নের বিজ্ঞাপন দেখা যায় হলুদ রঙের একটা ব্যানারে। তারমানে আশেপাশেই  ডিলারের দোকান আছে।
একটা দোকানে জিগাইলাম "বাংলালায়নের কার্ড পাওয়া যাইব কই ?" হেয়ও আছমান তন পড়ব এইডা ধইরা রাখছিলাম আগেই। আর ঘটনা হাঁচা হয়ে গেছে। হেয় আছামান তন ডিগবাজি খায় নামবার পারে নাই এর আগেই আমি আইয়া পড়ছি।
অনেকক্ষন খুইজা পাইলাম অবশেষে বাংলালায়নের ডিলার। দুকান্দাররে জিগাইলাম "বাংলালায়নের কার্ড আছ ?" অর উত্তর শুইনা আমি আছমান তন পড়লাম!!!!!!!!!!
"৬০০ টাকার আছে ৩০০ টাকার নাই।"
বাংলালায়ন
এমন ফাপড়ে মাইন্সে পড়ে। তাও সকাল সকাল ঘুম থেইকা উইঠা আইতে না আইতেই এই ঘটনা। না জানি আমার দিনডা কেমুন যায়। পকেটে আছিল ৩১২ ট্যাকা। ৮ ট্যাকা চা আর টা আছে ৩০৪ ট্যাকা। লাগব আরো ২৯৬ ট্যাকা।

আবার অজানার উদ্দেশ্যে রওনা হওয়ার পঁয়তারা করতাছি। মনে মনে চিন্তা করতাছি যেমনেই হউক ছ্যাক আমার খাইতে হইবই। ওহ হো এই মাত্র যে জিনিসটা খাইলাম এইডাই তো একটা ছ্যাক খাইছি।

7 comments :

Honey Bushrat said...

ফাটাফাটি মামু............।

Sam said...

ধন্যবাদ মন্তব্যের জন্য।
আমার ব্লগে স্বাগতম।
by Azgor

Sujon Khan said...

Ore Mamo Onek Din Por Akta Post Poira Moja Pailam . Monta Valo Hoia Gelo Thanks mamu
Amon Mojar Keso Thotho Aro Chi ..............

Sam said...

@sujon khan: ধন্যবাদ মন্তব্যের জন্য।
আমি তো এরকম পোস্ট দিতে চাই। কিন্তু সময়ের অভাবে দেওয়া হয় না :( তবে মাসে একটা করে দেওয়ার চেষ্টা করব।
by Azgor

Abdujjaher Milon said...

R jai kow, tmr elaka ta amr kache xoteel lagse.
2mi jodi amr elakay thakta taile bujhta CHHACK kare koy!!!!

Sam said...

@Abdujjaher Milon: অনেক তো খাইলাম আর কতো :P

Anonymous said...

You can kill a man but you can't kill an idea. Your ideas are realyy great and useful. Hope you'll write more. kamagra 100 mg