আমরা সবাই কম বেশি নেট ইউজ করে থাকি। একদম সামনের সারির ইউজারদের কথা আলাদা। আমার মত যারা মধ্যম পর্যায়ের লোক, তারা সবসময়ই অবৈধ ভাবে সফটওয়্যার চালায়। অনেকদিন আগে মনে হয় কোন এক বইয়ে পড়েছিলাম "উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে॥ "
কণিকা
রবীন্দ্রনাথ ঠাকুর
যথার্থ আপন
কুষ্মাণ্ডের মনে মনে বড়ো অভিমান,
বাঁশের মাচাটি তার পুষ্পক বিমান।
ভুলেও মাটির পানে তাকায় না তাই,
চন্দ্রসূর্যতারকারে করে `ভাই ভাই'।
নভশ্চর ব'লে তাঁর মনের বিশ্বাস,
শূন্য-পানে চেয়ে তাই ছাড়ে সে নিশ্বাস।
ভাবে, `শুধু মোটা এই বোঁটাখানা মোরে
বেঁধেছে ধরার সাথে কুটুম্বিতাডোরে;
বোঁটা যদি কাটা পড়ে তখনি পলকে
উড়ে যাব আপনার জ্যোতির্ময় লোকে।'
বোঁটা যবে কাটা গেল, বুঝিল সে খাঁটি---
সূর্য তার কেহ নয়, সবই তার মাটি।
হাতে-কলমে
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরই তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই॥
গৃহভেদ
আম্র কহে, একদিন, হে মাকাল ভাই,
আছিনু বনের মাঝে সমান সবাই;
মানুষ লইয়া এল আপনার রুচি---
মূল্যভেদ শুরু হল, সাম্য গেল ঘুচি॥
গরজের আত্মীয়তা
কহিল ভিক্ষার ঝুলি টাকার থলিরে,
আমরা কুটুম্ব দোঁহে ভুলে গেলি কি রে?
থলি বলে, কুটুম্বিতা তুমিও ভুলিতে
আমার যা আছে গেলে তোমার ঝুলিতে॥
কুটুম্বিতা
কেরোসিন-শিখা বলে মাটির প্রদীপে,
ভাই ব'লে ডাকো যদি দেব গলা টিপে।
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা;
কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা॥
উদারচরিতানাম্
প্রাচীরের ছিদ্রে এক নামগোত্রহীন
ফুটিয়াছে ছোটো ফুল অতিশয় দীন।
ধিক্-ধিক্ করে তারে কাননে সবাই;
সূর্য উঠি বলে তারে, ভালো আছি ভাই?।
অসম্ভব ভালো
যথাসাধ্য-ভালো বলে, ওগো আরো-ভালো,
কোন্ স্বর্গপুরী তুমি করে থাকো আলো?
আরো-ভালো কেঁদে কহে, আমি থাকি হায়
অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়॥
প্রত্যক্ষ প্রমাণ
বজ্র কহে, দূরে আমি থাকি যতক্ষণ
আমর গর্জনে বলে মেঘের গর্জন,
বিদ্যুতের জ্যোতি বলি মোর জ্যোতি রটে,
মাথায় পড়িলে তবে বলে--- `বজ্র বটে!'
ভক্তিভাজন
রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম---
ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।
পথ ভাবে `আমি দেব', রথ ভাবে `আমি',
মূর্তি ভাবে `আমি দেব'--- হাসে অন্তর্যামী॥
উপকারদম্ভ
শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির,
লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির॥
সন্দেহের কারণ
`কত বড়ো আমি' কহে নকল হীরাটি।
তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি॥
অকৃতজ্ঞ
ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে,
ধ্বনি-কাছে ঋণী সে যে পাছে ধরা পড়ে॥
নিজের ও সাধারণের
চন্দ্র কহে, বিশ্বে আলো দিয়েছি ছড়ায়ে,
কলঙ্ক যা আছে তাহা আছে মোর গায়ে॥
মাঝারির সতর্কতা
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে,
তিনিই মধ্যম যিনি চলেন তফাতে॥
নতিস্বীকার
অদৃষ্টেরে শুধালেম, চিরদিন পিছে
অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?
সে কহিল, ফিরে দেখো। দেখিলেম থামি,
সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি॥
সূত্রঃ কণিকা / সঞ্চয়িতা
আর কথা না বাড়িয়ে মুল উদ্দেশ্যে আসি। আগে যারা আর্টিস্টির এর নাম শুনেন নাই তারা জেনে নেন সহজ কথায় এটি একটি ওয়েবসাইট তৈরীর সফটওয়্যার। তবে কিনতে হবে। যদি ফাও চান তাইলে ক্র্যাক সহ ডাউনলোড করেন। আর ক্র্যাক যদি না থাকে তাইলে নিচের লিঙ্ক থেকে ১৩৮ কেবির কিজেন ডাউনলোড মারেন।
আর যারা আগের ভার্সনগুলো ব্যবহার করেন বা করেছেন তারা এর নতুন ভার্সনটা ব্যবহার করতে পারেন। অনেক কিছু নতুন যুক্ত হয়েছ আগের চাইতে স্পিড একটু বেশি। demo
তাই আমার মতো মধ্যম শ্রেণীর লোকেরা Artisteer.3.0.0.33215 এর কিজেন নিতে পারেন এই লিঙ্ক থেকে। download link
আর পেছনের সারির তাদের কথা আমরা নাই শুনলাম।
স্যাম আপনাকে অনেক ধন্যবাদ। আসলে সবাই আর্টিস্টার এর গুরুত্ব বুঝবে না। আরটিষ্টার এর একটি সমস্যা হলো এতে ইমেজ ছাড়া পেজ ডিজাইন করা যায় না। তারপর ও আর্টিষ্টার দিয়ে প্রফেশনাল ওয়েব সাইট ডিজাইন করা যায় কোন কোডিং ছাড়াই যা অনেক সময় প্রফেশনাল ছাড়িয়ে যায়।
@shahriar44হ্যাঁ ভাই আপনার মতামত অত্যন্তগুরুত্বপুর্ন এবং সত্যি তবে আর্টিস্টিরে একটাই সমস্যা থিমটা ভারী হয়ে যায়। সাধারণ ব্লগারদের জন্য এটা কোনো সমস্যাই না। যেমন আমার এই ব্লগের ডিজাইনটাই তো আর্টিস্টিরে করা। ধন্যবাদ মন্তব্যের জন্য :)
স্যাম আপনাকে অনেক ধন্যবাদ। আসলে সবাই আর্টিস্টার এর গুরুত্ব বুঝবে না। আরটিষ্টার এর একটি সমস্যা হলো এতে ইমেজ ছাড়া পেজ ডিজাইন করা যায় না। তারপর ও আর্টিষ্টার দিয়ে প্রফেশনাল ওয়েব সাইট ডিজাইন করা যায় কোন কোডিং ছাড়াই যা অনেক সময় প্রফেশনাল ছাড়িয়ে যায়।
ReplyDelete@shahriar44হ্যাঁ ভাই আপনার মতামত অত্যন্তগুরুত্বপুর্ন এবং সত্যি তবে আর্টিস্টিরে একটাই সমস্যা থিমটা ভারী হয়ে যায়।
ReplyDeleteসাধারণ ব্লগারদের জন্য এটা কোনো সমস্যাই না। যেমন আমার এই ব্লগের ডিজাইনটাই তো আর্টিস্টিরে করা।
ধন্যবাদ মন্তব্যের জন্য :)