একটা সময় ছিল এইচটিএমএল জানতে হত কোন ওয়েবে কাজ করতে হলে। কিন্তু এখন ব্লগিং এর জমানা,
HTML জানা এতটা জরুরী না। তবুও জেনে রাখা ভাল।
মোটামুটি এর উপর কিছুটা ধারনা থাকলেই
ব্লগিং শুরু করে দেয়া যেতে পারে। কারন
ব্লগার,
ওয়ার্ডপ্রেস আরো অনেক ব্লগিং প্লাটফর্ম তৈরী করাই আছে। শুধু আপনার বিষয়বস্তু লেখবেন আর প্রকাশ করবেন।
আমি নিজেও কিছুই জানি না, আমার দুস্ত
মিলনের জন্য এর আগে
এইচটিএমএল পর্ব এক লিখেছিলাম তাও আবার বিভিন্ন মানুষের কাছ থেকে ধার করে। বর্তমানে চলতাছে HTML5 এর যুগ এখন আমার মত মুর্খ যদি এইচটিএমএল নিয়া টিউটরিয়াল লিখে তাইলে খালি মাইন্সে না পাগলেও হাসবো আমারে দেইক্ষা।
taile amar ekhn ki oibo????
ReplyDelete@Abdujjaher Milon ভাইজান , ব্লগিং করতে গেলে HTML জানা তেমন জরুরী না। তবে আপনার টপিকটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
ReplyDeleteধন্যবাদ মন্তব্যের জন্য।