রিডিরেক্ট করলে আর্কাইভ সমস্যা হবে

samazgor
এই মাসে অনেকগুলো পোস্ট দিয়েছি। অন্য কোনো মাসে এতগুলো পোস্ট দেওয়া হয় নাই। যাই হোক, এই পোস্টগুলোর মধ্যে রিডিরেক্ট নিয়ে পোস্টটা ছিল গতকালকে পাবলিশ করা। এতে ব্লাগারের কোনো পেজ বা পোস্ট রিডিরেক্ট করার পদ্ধতি দেওয়া ছিল। এটা অনেক ক্ষেত্রে খুব গুরুত্বের সাথে কাজে লাগতে পারে কিন্তু যখন আপনি ব্লগ আর্কাইভ দেখতে যাবেন তখন সে লিঙ্কটি রিডিরেক্ট হয়ে যাবে।
যেমন ধরুন আমার এই ব্লগের মে (may) মাসের আর্কাইভের লিঙ্ক হচ্ছে এটা - http://samazgor.blogspot.com/2010_05_01_archive.html এখন লিঙ্কটি দেখতে গেলে রিডিরেক্ট হয়ে যাবে। কারন আমার ডেমো রিডিরেক্টেড পোস্ট এই মাসে পাবলিশ করা।
এখন মনে করেন আপনার জানুয়ারী মাসের যে কোনো একটি পোস্ট রিডিরেক্ট করে দিলেন। তাহলে জানুয়ারী মাসের আর্কাইভ দেখতে পারবেন না।
সুতরাং আপনাকে অন্যকোনো মাসের আর্কাইভে পাবলিশ করতে হবে পোস্টটাকে। কিভাবে করবেন এটা ? অনেকটা স্টিকি পোস্ট তৈরীর মত। তবে ঠিক এর উল্টো ভাবে করতে হবে। মানে পূর্বের কোনো তারিখে পাবলিশ করতে হবে যাতে আর্কাইভের কোনো সমস্যা না হয়।

No comments :