রিডিরেক্ট করুন ব্লগারের যেকোনো পেজ/পোস্ট

আমার আগের পোস্টটা ছিল ইউআরএল রিডিরেকশন নিয়ে। ঐ পোস্টে যেভাবে বর্ণনা ছিল যে এইচটিএমএল ফাইলের রিডিরেকশন যা সেলফ হোস্টেড কোন কোনো সার্ভারে আপলোড করতে হবে। কিন্তু ব্লগার ডট কমের কোনো পোস্ট বা পেজে ঐভাবে করা সম্ভব না। কারন ঐ কোডটা body ট্যাগের ভিতরে বসাতে হয়। কিন্তু শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়ে এই কাজটা ব্লাগারে করা যেতে পারে। নিচে স্ক্রিপ্টটা দেওয়া হল।
<script type="text/javascript">
<!--
window.location = "http://sam.azgor.com"
//-->
</script>

যেকোনো পোস্ট বা পেজে Edit HTML এ ক্লিক করে পেস্ট করে দিন কোডটা। তারপর Publish করুন। ব্যস হয়ে গেল।

এছাড়াও আরো কয়েকটি পদ্ধতিতে করা যায়। এগুলোও নিচে দেওয়া হল।

  • <script language="javascript" type="text/javascript">
    window.location.href="login.jsp?backurl="+window.location.href;
    </script>
  • <script language="javascript">
    alert("back");
    window.history.back(-1);
    </script>
  • <script language="javascript">
    window.navigate("top.jsp");
    </script>
  • <script language="javascript">
    self.location="top.htm";
    </script>
  • <script language="javascript">
    alert("Access Violation");
    top.location="error.jsp";
    </script>

3 comments :

internet security mediafire said...

ইউ আর এল রিডিরেক্ট সহজ করে দিলেন। কাজে আসবে।

Sam said...

@internet security mediafire ধন্যবাদ মন্তব্যের জন্য।
আবার আসবেন আশা করি।

৩৬৬ দিন said...

ভাল পোস্ট।
খুব উপকার হল।