অনেকের কাছেই শুনলাম ফেসবুক নাকি বন্ধ করে দিবে এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। কিন্তু ঘটনা কতটুকু সত্য আর সাক্ষীইবা কতটুকু সবল তা সঠিক জানতে পারলাম না। কিছুদিন যাবৎ দেখতাছি পুরান যত সাইট আছে সবাই কিছু না কিছু চেঞ্জ করছে। উপরে ছবিটা আজকে তোলা। এটা আমার দেখা নতুন চেঞ্জ। Use Facebook as Page
আবারো ফেসবুক নিয়া গবেষণা করতে মঞ্চাইলো। তাই ছোট খাট একটা পোস্ট দিলাম।
বর্তমানে এফবির প্রোফাইলের স্টাইল দেখলেই মন মেজাজ আমার খারাপ হয়া যায়। আগের মত থাকলে কি সমস্যা হইত? যাই হোক, আজকে আবার নতুন জিনিস দেখলাম, এফবি(fb) পেজ গুলাও এইরকম স্টাইল করে ফেলতে সাজেস্ট করতেছে এফবি। আর গ্রুপের কথা বলতে গেলে সকাল হয়ে যাবে। আগে কেমন ছিল আর এখন এর স্টাইল+সিকিউরিটি তো পুরাই বাজে। আবার নোটিফিকেশনে তো মেইলের ইনবক্স পুরা ভইরা দেয়।
কয়েকটা ছবি দিলাম আমার আগের এবং পরের প্রোফাইল,পেজ,গ্রুপ এর-
#নতুন গ্রুপঃ
#নতুন প্রোফাইলঃ
#পুরান গ্রুপঃ
#পুরান প্রোফাইল/পেজঃ
#নতুন স্টাইলের পেজের জন্যে উত্থাপনঃ
No comments:
Post a Comment
Comment here if you have anything to ask me. Please do not spam.