এডসেন্স ফর ফিড - AdSense for feed |
নিচেরর ছবিটার সাথে অনেকেই পরিচিত যারা গুগল বাজ ব্যবহার করেন। আমি যখন প্রথম গুগল বাজ ব্যবহার শুরু করি এই রকম স্ট্যাটাস বা মাইক্রো ব্লগিং এর মত জিনিসটার নিচে গুগল এডস দেখে ভালই লাগে। আমি মূলত টুইটার থেকে কানেক্ট করে আমি স্ট্যাটাস দিতাম এখনো আমার টুইটার কানেক্ট করা আছে। তখন দেখতাম অনেকেই এইরকম এডস দেখাতো তাদের স্ট্যাটাসে। তারপর আমি খোঁজা শুরু করি কিভাবে। অনেক খোজার পরও পাই নাই। একদিন বাজ এর অপশন গুলা দেখতে দেখতে জিনিস্টা পাই। শেয়ার করব করব ভেবেও শেয়ার করা হয় নাই এই টিপসটা। :(
AdSense for feed - এডসেন্স ফর ফিড |
প্রথমেই আপনার জিমেইলের বাজ এ প্রবেশ করুন। না বুঝলে নিচের ছবিটা দেখুন। অনেকের জিমেইলে বাজ এনাবল করা থাকে। মেনুয়ালি সেটিং থেকে এনাবল করে নিন যদি না করা থাকে।
এডসেন্স ফর ফিড - AdSense for feed |
এডসেন্স ফর ফিড - AdSense for feed |
আমার গুগল প্রোফাইলের বাজ দেখুন এই লিঙ্কে। আমার ইউজার নেম samazgor ফলো করবেন আশাকরি।
https://profiles.google.com/samazgor/buzz
parmalink
এধরনের আরোও কিছু পোস্ট:
No comments:
Post a Comment
Comment here if you have anything to ask me. Please do not spam.