শেয়ার বাটন |
যাই হোক, এই পোস্ট মূলত ফয়েজ উদ্দিন শাকিল ভাই এর জন্য লেখা।
কাজের কথায় আসি, আমরা আজকে ফেসবুকের শেয়ার বাটন এবং গুগল প্লাস ওয়ান বাটন কিভাবে ব্লগের প্রতি পোস্টের নিচে দেওয়া যায় সেটা দেখব।
নিচের ছবিটি থেকে বুঝা যাচ্ছে কিভাবে খুব সহজেই ফেসবুক শেয়ার বাটন এবং গুগল প্লাস ওয়ান বাটন দেখানো যাবে। Design > Page Elements তে গিয়ে "Blog posts" অংশটুকুর Edit ক্লিক করে করা যেতে পারে।
Add the +1 Button to Your Blog |
কিন্তু সমস্যা থেকে কি উদ্ধার হওয়া যাবে!!!! না !!! যদি টেমপ্লেট ডিফল্ট না হয় তাহলে এই অপশন কাজ না ও করতে পারে। সেক্ষেত্রে অনেক পুরাতন একটা ট্রিক্স করা যেতে পারে।(এডসেন্স পোস্ট টাইটেলের নিচে দেওয়া)
Design > EDIT HTML > Expand Widget Templates এ টিক চিহ্ন দিন।
<data:post.body/>CTRL + F প্রেস করে, এই লেখাটি খুঁজে বের করুন। এবং নিচের কোড টিক এর <data:post.body/> আগে প্রয়োজন মতো ব্যবহার করুন।
ফেসবুক লাইক এবং সেন্ড এর জন্য নিচের কোডঃ
<b:if cond='data:blog.pageType == "item"'><div id="fb-root"></div><script src="http://connect.facebook.net/en_US/all.js#appId=180609802001955&amp;xfbml=1"></script><fb:like href="" send="true" width="550" show_faces="false" font=""></fb:like></b:if>এখানে 550 হচ্ছে উইডথ। আপনার ব্লগের সাইজ অনুযায়ী বসিয়ে নিন।
গুগল প্লাস ওয়ানের জন্য নিচের কোডঃ
<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js"></script>
<g:plusone></g:plusone>
বিঃদ্রঃ টেমপ্লেট যে কোনো ধরনের পরিবর্তন করার আগে অবশ্যই ব্যাকআপ রেখে নিবেন।
Really helpful. i always found great working post from you. new blogspot blog owner of bangladeshi helped more from this blog. need a twitter and linkdin like button for better seo. go ahead, i am with you azgor!
ReplyDeleteআপনাদের সহযোগীতায় আমি এতটুকু আসতে পেরেছি। কিছুদিন MU ব্লগে লিখেছিলাম। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারনে ছেড়ে আসতে হলো।
ReplyDeleteগত দুই মাস ধরে পরীক্ষার কারনে আমি একদম ব্লগে সময় দিতে পারি নাই। ইনশাল্লাহ নতুন কিছু লেখার চেষ্টা করব।
এটা কি শুধু ব্লগে কাজ করবে?? বিবি তে কি ব্যাবহার করা সম্ভব?
ReplyDeleteFuaD.
# এটা শুধু মাত্র ব্লগস্পট এর জন্য।
ReplyDelete# বিবি তে এটা ব্যবহার সম্ভব। এটা টেমপ্লেটের ভিতর বসাতে হয়। তবে কিভাবে করে সেটা বলতে পারছি না। হয়ত গুগল মামা সাহায্য করতে পারে :) আমি টিউটোরিয়াল পেলে জানাবো।