|
লেখকের পিকচার দেখানো সার্চ রেজাল্টের পাশে |
গুগল ওয়েব মাস্টার টিম ঘোষনা করেছে কিভাবে খুব সহজে আপনার সাইট বা ব্লগের পাশে আপনার জি+ প্রোফাইল পিকচার দেখানো যায়। যেমন এটা প্রথমে নির্দিষ্ট কিছু লোকের জন্য ছিল, কিন্তু এখন সবার জন্য এটা প্রযোজ্য।
ওপরের তিনটি অপশন যদি আপনার থাকে তাহলে এই পদক্ষেপগুলো নিয়ে কাজ করুন।
- আপনার সাইট বা ব্লগের যেকোনো যায়গায় এই কোড বসিয়ে দিন -
<a href="https://plus.google.com/জি+ এর আইডি"
rel="author" target="_blank">জি+ এ এড করুন</a>
rel="author" এটা ডিলিট করা যাবে না।
- এবার About পেজে এই কোড বসিয়ে দিন -
<a href="https://plus.google.com/জি+ এর আইডি"
rel="me" target="_blank">আমার জি+ প্রোফাইল</a>
rel="me" এটা ডিলিট করা যাবে না।
- এই লিঙ্কে যান http://profiles.google.com/me/plusones
|
আপনার ইউয়ারএল দিন |
- Edit Profile এ ক্লিক করুন।
- Show this tab on my profile এটা টিক চিহ্ন দিয়ে দিন।
- এবার সেভ করুন।
- তারপর সুন্দর একটি ছবি আপলোড করে দিন জি+ এর প্রোফাইলে। ১৫০X১৫০ পিক্সেল সবচেয়ে উত্তম সাইজ।
- এখন এই লিঙ্কে গিয়ে আপনার ছবিটি কিরকম দেখা যাবে তা ঠিক করে নিন। যদি ছবি না আসে তাহলে বুঝবেন কোনো এরর আছে আপনার সাইট বা ব্লগে।
খুব সংক্ষেপে লিখলাম এই পোস্ট। যদি কেউ না বুঝেন মন্তব্য করতে পারেন।
valo hoyece...
ReplyDelete