Redirection |
রিডিরেক্ট করুন ব্লগারের যেকোনো পেজ/পোস্টগত সপ্তাহে ব্লগার টিম নতুন কিছু ফিচার দিয়েছে ব্লগস্পটের জন্য। এর মধ্য রিডিরেকশন একটা। সময় পেলে বাকি গুলো আলোচনা করব। অথবা আপনারা দেখে নিতে পারেন। ব্লগার বাজ থেকে। লিঙ্ক - http://buzz.blogger.com/2012/03/customize-your-search-preferences.html
যাই হোক, রিডিরেকশন এর জন্য নিউ ইন্টারফেস ব্যবহার করতে হবে। যদিও আমার কাছে পুরানটাই ভালো লাগে। ভিডিও টাতে দেখে নিন ব্লগার নিউ ইন্টারফেস কেমন।
আমরা দেখি কিভাবে ব্লগস্পটের ইউআরএল রিডিরেক্ট করতে হয়। প্রথমে Settings ট্যাব থেকে Search preferences এ যান।
Search preferences |
"Errors and redirections" এ "Custom Redirects" নামে একটা অপশন পাবেন। From: এবং To: তে আপনার কাঙ্ক্ষিত ইউআরএল path দেন। এটা খালি বা শুন্য হতে পারবে না, ২৫৬ অক্ষরের বেশী হতে পারবে না, এবং স্ল্যাশ দিয়ে শুরু হতে হবে।
Custom redirection |
সমস্যাঃ
- এখানে শুধুমাত্র আপনার ব্লগের যে কোনো ইউআরএল, আপনার ব্লগেই রিডিরেক্ট করতে পারবেন।
- অন্য কোনো ডোমেইনে রিডিরেক্ট করতে এই লিঙ্ক
- এই অপশন শুধু মাত্র নিউ ইন্টারফেস থেকে পাওয়া যাবে।
- ২৫৬ অক্ষরের বেশী হতে পারবে না। (যদিও এত লাগে না)
No comments:
Post a Comment
Comment here if you have anything to ask me. Please do not spam.