|
Meta Description |
কিছুদিন আগেও
ব্লগস্পটে আলাদা পোস্টে আলাদা
মেটা ডিস্ক্রিপশন দেওয়ার ব্যবস্থা ছিল না। অনেকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম
ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ শিরোনাম দিয়ে। ওখানে ভিন্ন পোস্টের জন্য ভিন্ন ভিন্ন
মেটা ডিস্ক্রিপশন দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু ওটা শুধুমাত্র
টাইটেলের ওপর ভিত্তি করে
টেমপ্লেট হ্যাক করা হয়েছিল। গত সপ্তাহে ব্লগার টিম
মেটা ডিস্ক্রিপশনের ব্যবস্থা করেছে। তবে এর জন্য আপনাকে
নিউ ইন্টারফেস ব্যবহার করতে হবে।
যেভাবে ব্লগস্পটে ইউনিক মেটা ডিস্ক্রিপশন দিবেনঃ
- প্রথমে Settings > Search Settings থেকে Meta tags এনাবল করে নিন। তারপর 150 অক্ষরের ভিতর আপনার ব্লগের হোম পেজের জন্য ডিস্ক্রিপশন দিন।
|
Search preferences |
|
Meta Tags for Blogspot |
- এখন নতুন পোস্ট তৈরী করুন। সাইডবারে খেয়াল করুন Post Settings এ Search Description আছে। ঐখানে আপনার পোস্টের মেটা ডিস্ক্রিপশন দিন।
|
Meta Description Tags for Blogspot |
- এবার পাব্লিশ করে দিন।
ভাল হয়েছে।
ReplyDeletevai akhon ki alada html code use korte hobe nah?
ReplyDeleteনা কোনো কোডের দরকার নাই। এখন শুধু টাইটেল হ্যাক করলেই যথেষ্ট। আর সব কিছু ডিফল্টভাবে অপ্টিমাইজ করাই আছে।
Delete