অ্যাঁই অন কিত্তাম !

প্রেমিকার বাবার সামনে প্রেমিক বসে আছে কাচুমাচু ভঙ্গিতে। দাঁড়ি না কাটায় তাকে মর্মান্তিক স্মার্ট লাগছে। প্রেমিকার বাপও কম যায় না, চোউক্ষে সানগ্লাস লাগায়া পুরাই বাকের ভাই।

প্রে- বাপঃ কি, জুলির সাথে দেখা করতে চাও ?
প্রেমিকঃ না মানে, হ্যাঁ ! ( কোন মসিবতে পড়লাম)

প্রেমিকার বাপ বহুতক্ষন চিন্তা কইরা মুখটা শুকনা কইরা আবার জিগাইলো -

প্রে- বাপঃ ধুমপানের অভ্যাস আছে ?
প্রেমিকঃ অনেক পুরানা অভ্যাস কেমনে ত্যাগ করি।(আজকে নির্গাত ধরা খাইছি)
প্রে- বাপঃ তাহলে নিশ্চই বারে-টারে যাও ?
প্রেমিকঃ জি মানে, বাপ-দাদার রক্তের টানে যাইতে হয় মাঝে মাঝে!(শেষ পর্যন্ত)

মুখটা আপাতত দুই জনেরই গম্ভীর। পরিবেশ + পরিস্থিতি সব খিস খায়া গেছে। হঠাৎ -

প্রে- বাপঃ হোটেলে যাও নাকি ?
প্রেমিকঃ হঠাৎ হঠাৎই যাওয়া পড়ে বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে। সব ঠিক হয়ে যাবে আংকেল কোনো সমস্যা নাই।(নাহ! সব কয়া দেই)
প্রে- বাপঃ সবই তো দেখছি নেগেটিভ , তাহলে তোমার পজেটিভ কি ?
প্রেমিকঃ জি আঙ্কেল ঐটাও আছে। HIV

6 comments :

shahriar44 said...

ভাল কৌতুক। ভাল লেখেন স্যাম। টাইটেলের অর্থ কি "আমি এখন কি করতাম?"

Sam said...

@shahriar44 ধন্যবাদ কমেন্ট জন্য। টাইটেলের সরাসরি অর্থ ঐটাই। তবে ভাবার্থ অনেকটা এরকম - "আমার এখন কি করা উচিত বা কি করব।" উভয় সংকটে যা হয় আর কি।
আবার আসবেন আশা করি এরকম পোস্টে।

Rajib said...

ভাল কৌতুক। মজা পাইলাম।

Sam said...

@ Rajib ধন্যবাদ মন্তব্যের জন্য।
by azgor

Unknown said...

শ্যাম ভাই ভালো কউতুক বুলেছেন। বেশি জোশ এটা আগে শুনিনাই।

sam said...

@romance: পিনিক লইতাছেন নাকি ভাই !!!! লিঙ্কটা একটু খেয়াল করে দেখেন হয়ত বুঝতে পারবেন :) http://sam.azgor.com/2011/01/once-upon-time-in-e-haque-coaching.html