আবারো শাওন ভাই
আমাগো শাওন ভাই। যে কিনা তার আঞ্চলিক ভাষায় কথা বলতে বেশি পছন্দ করে। এর আগে একটা পোস্টে বলেছিলাম সে কিশোরগঞ্জকে সবসময় কিশোরীগঞ্জ পরিচয় দেয়। বয়সে আমার ৬ বছরের সিনিয়র। পড়াশুনার পাশাপাশি রাজনীতিতে যোগদান করায় পিছিয়ে গেছে। এতে সে মুটেও টিনশিত না :) চলছে চলুক। তার ২ টা ঘটনা মনে পড়ে গেল-
# ট্রেনে করে যাচ্ছেন শাওন ভাই। এগারসিন্দুর এর ট্রেইন। হঠাৎ তার এক দুস্তের সাথে দেখা। দুই জন ট্রেনে ভালই পিনিক করল। কেমনে জানি শুকনা আর ভিজার ব্যবস্থা ভালভাবেই হয়েছে। তার দুস্ত আর সে তো পিনিকে ঝিনিক দেখতাছে। অনেক্ষন পড় চেকার আসলো টিকেট চেক করতে-
টিটিঃ আপনাদের টিকেট ?
শাওনঃ এই ট্রেইন কই যাইবো ?
টিটিঃ এগারসিন্দুর।
শাওনের দুস্তঃ হুম। এগারসিন্দুর মোদের রাজা, আর আমরা সেই রাজারই প্রজা। তাই আমদের টিকেট লাগে না। (পুরাই পিনিকে) ;p
চেকার তো থ।
-------------------------
# ক্লাসের ভিত্রে পুলাপাইন হাউ কাউ করতাছে। সাইকেল মানিক আৎকা মাইরা চেইত্তা গেল।
মানিকঃ ঐ ঐ চুপ কর, ঘারায়া কিন্তু পাগল বানায়া লামু !
শাওনঃ উঁহ , ঘারায়া পাগল বানাইবো! অততা (এত কিছু) খায়া পাগল হইতারি না ! আর হেয় আমারে ঘারায়া পাগল বানাইবো। তরেই খুজতাছি বহুতদিন ধইরা।
এগারসিন্দুরের টেরেন চলবার লাগছে শাওন ভাইয়ের পিনিকও চলবার লাগছে :P
Subscribe to:
Post Comments
(
Atom
)
?
+
X
Recommended Post For You
Loading..
3 comments :
Moja pailam...
Jossssssssssssssssssss
@Abdujjaher Milon মজা দেওয়ার জন্যেই তো লেখলাম।
পিনিক পাইলাম।
Post a Comment