আমার ভাই বেরাদার

আজকে ২৮ তারিখ, পঞ্চম পর্বের মিড পরীক্ষা। পারি না কিছুই। তারপরও টিচারের উপর শেষ ভরসা। আমাদের টিচারও ফাঁকিবাজ, আর স্টুডেন্টরাতো ফাঁকিবাজের টিচার। চান্স পাইলেই নিচে বিঁড়ির দোকানে। মাঝে মাঝে আমার মতো কিছু বান্দার হারায়া যাওয়ার স্বভাব আছে। আর সবারই পার্টনার আছে। যে যার যার মতো পিনিক লইতাছে। এ সেকশনের পুলাপাইনের লগে পরিচয় করায়া দেই।

  • শাওন ভাইয়ের কথাবার্তা সবচেয়ে মজাদার। শুধু কথা না কাজ-কর্ম,চাল-চলন,ভাব-ভঙ্গি সবকিছুই মজা পাওয়া যায়। কিশোরগঞ্জের ভাষায় কথা বলে অল্টাইম। কিশোরীগঞ্জ নামে পরিচয় দিতে পছন্দ করে।shaon
  • সুজন মামা আছে তার গার্লফ্রেন্ড নিয়া ব্যস্ত । অল্টাইম মোবাইলে গ্যাজানি চলতাছে তো চলতেই আছে।shujon & his girlfriend
  • নাহিদ ভাই কারো আগেও নাই পিছেও নাই । তবে টুয়েন্টি নাইন খেলতে গেলে সে সবার আগে আছে। ত্যাড়ামিতে উস্তাদ।nahid
  • ফরহাদ ভাই কিছু কইতেও পারে না সইতেও পারে না। সবকিছুতেই উনারে পাওয়া যাবে।farhad
  • রাকিবের কথা না বললেই নয়। বাংলায় যাকে বলে বৃহন্নলা সেই জিনিসটা হচ্ছে রাকিব।rakib
  • সহিদুলের কথাও বলতে হবে। রাকিব যেখানে সহিদুলও সেখানে থাকবে। পারলে তারা টয়লেটেও একসাথে যাবে।shohidul
  • মিলন ভাই নিজেরে খুব চালাক মনে করে। তার ধারনা পৃথিবির সবাই বোকা শুধু সে নিজে খুব চালাক।milon
  • মেহেদি হচ্ছে ছোটা ডন। সবার সাথে সে টক্কর দেয় না। সে বুদ্ধিমান ছেলে পাবলিক চিনে।
  • রনির ফাপড় শুনলে যে কেউ কাপড় নষ্ট করে দিবে। সন্যাসী নামে খ্যাত রনি সবকিছুতে নাক গলাবে।roni shonnashi
  • রনির সংখ্যা তিনটা ছিল। একটা চলে গেছে প্রথম পর্বেই। বাকি আছে দুইটা। এটা হচ্ছে দরবেশ রনি। গায়ে গতরে কিছুই নাই। ভাবভঙ্গি এমন সে-ই সব আর কেউ কিছু না।roni dorbesh
  • রায়হান ভাইরে পরথম যে কেউ দেইখা মনে করব এটা মাইয়া। চুলের যে কাটিং আর ফিগার। অর মায়রে বাপ। আমি নিজেই বিষম খাইয়া গেছিলাম।rayhan
  • মেরুন নামে আরেক বান্দা আছে। একজনের কাছ থেকে ধার নিয়ে আরেক জনের ধার শোধ করে। আমার কাছেও কয়েকবার আসছিল। আমি নিজেই কাঙ্গাল। অরে আবার কি সাহায্য করমু।merun
  • বাচ্চু ভাই আমাগো মইদ্দে সবচাইতে সিনিয়র। শুনছি ১৯৯৬ এ নাকি ম্যাট্রিক পাশ করছে। উনার সম্পর্কে তেমন কিছুই বলার নাই। তবে চরম কার্ড খেলে। নাহিদ ভাই উনারে পাইলে আর কোনো কথা নাই। টুয়েন্টি নাইন শুরু হয়া যায়।bachchu
  • সাকিলর চোখ বাজের চেয়েও কড়া। পেলাবন(প্লাবন) এর সাথে জটিল পার্টনারশিপ।shakil
  • প্লাবন এখন পেলাবন নামেই বিখ্যাত। টাঙ্গাইলের ভাষায় চমৎকার ভঙ্গিতে কথা বলে।plabon
  • বন্ধন এখন টাকার পিছনে দৌড়াতাছে। তারপরেও আমাগো কতা ভুলে নাই। হঠাৎই চলে আসে আমাদের আড্ডায়।bandhan
  • মানিকরে সবাই সাইকেল নামে চিনে। ঢাঃবিঃ তে মাস্টার্স পরতাছে সম্ভবত।manik
  • রাশেল ভাই ভালো মানুষ খুবই অমায়িক ধরনের লোক। আমার সাথে ভালো সম্পর্ক।rashel
  • ফজলু পুরাই লেমন মানে লেবু। ফেসবুকে কোনো মাইয়ার ছবি দেখলেই হইছে। আমি নিজে কয়েকবার ফেক একাউন্ট দিয়া অরে মদন বানাইছি।fazlu
  • ডিজে ভাইয়ের কথা বলতে ভুলে গেছি। এই মুহূর্তে নির্ঘাত সে হারায়া গেছে।dj
অন্য কোনো পোস্টে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

2 comments :

Milon said...

kichu beparer sathe ekmot abr kichu bepare na. oberall,nice post.

Sam said...

@Milonকোন কোন ব্যাপারের সাথে একমত না জানালে ভালো লাগত।
HTML part 1 কেমন লাগল জানাবা।
thanx for the comment.hope u'll come again in my blog.