Home
»
blogger
»
blogspot
»
tips and tricks
»
ব্লগস্পট
»
রিকমান্ডেড পোস্ট স্লাইড আউট ব্লগারের জন্য - Blogger Recommended Post Slider
রিকমান্ডেড পোস্ট স্লাইড আউট ব্লগারের জন্য - Blogger Recommended Post Slider
রিকমান্ডেড পোস্ট স্লাইড আউট |
এখন আপনাকে আরেকটু কাজ করতে হবে। তা না হলে স্লাইডিং আউট পোস্ট আপনার ব্লগের একদম শেষে দেখাবে। যা আমাদের দরকার নেই, আমরা চাই যাতে কোনো পোস্ট শেষ হলে সাথে সাথে রিকমান্ডেড পোস্ট দেখায়।
নিচের লেখাটা খুজে বের করুন। Dashboard > Design > Edit HTML > Expand Widget Templates
<data:post.body/>এবার এই লেখাটা ঠিক নিচে পেস্ট করে দিন।
<b:if cond='data:blog.pageType == "item"'>
<div style='display:none' id='bpslidein_place_holder'></div>
</b:if>
ব্যস কাজ শেষ। এখন আপনি ইচ্ছা করলে সিএসএস দিয়ে আরো কাস্টোমাইজ করতে পারেন। তবে এর জন্য অবশ্যই এই ভেরিয়েবল আপনার টেমপ্লেটে ব্যবহার করতে হবে।
<script>var bpslidein_custom_css=true;</script>এখন তো ব্লগারে অনেক সহজেই সিএসএস লাগানো যায়। ভেরিয়েবল আপনার টেমপ্লেটে লাগানো হয়ে গেলে Template Designer > Advanced > Add CSS থেকে আপনি এডিট করে নিন। "Widget Content" থেকে আপনি উইডজেটের টাইটেল এবং লোডিং টেক্সট এডিট করে নিতে পারেন।
এখানে থাম্বনেইল আকারে ছবি শুধু মাত্র পিকাসা এ্যালবামে আপ্লোড করা বা ব্লগার থেকে ডিফল্ট আপ্লোড করা ছবি দেখাবে। অন্য ডোমেইনের ইমেজ লিঙ্ক কাজ করবে না। পিকাসা এ্যালবামের ইউআরএলঃ বিস্তারিত
বিঃ দ্রঃ এই পোস্ট ব্লগারপ্লাগিন্স থেকে নেয়া হয়েছে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
?
+
X
Recommended Post For You
Loading..
No comments :
Post a Comment