goo.gl সবার জন্যে উন্মুক্ত

আজকে খবরটা শুনে খুব ভালো লাগল । এতদিন বাজ এ goo.gl দিয়ে কোনো লিঙ্ক সর্ট করে দেওয়া হত । ইচ্ছা করলেই আপনি কোনো লিঙ্ককে goo.gl এর মত সর্ট করতে পারতেন না ।  কিন্তু এখন থেকে goo.gl সবার জন্যে উন্মুক্ত করে দিয়েছে গুগল । এতদিন গুগলের সর্টেনিং সার্ভিস bit.ly এর মত উন্মুক্ত ছিল না । এই সেবাটি চালু হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০১০ থেকে । আকর্ষণীয় ব্যপার হচ্ছে আপনি সর্টলিঙ্কের ট্রাফিক দেখতে পারবেন এর মাধ্যমে ।



এছাড়াও যারা ক্রোম ব্যবহার করেন goo.gl shortener এক্সটেনশন ডাউনলোড করে নিতে পারেন ।

2 comments :

Gadgets freak said...

জটিল একটা পোস্ট

sam said...

ধন্যবাদ মন্তব্যের জন্য । আবার আসবেন ।