ভালো লাগে না, এত কেনো মায়া

কালকে ম্যাথ পরীক্ষা। পারি না কিছুই। কি যে লেখমু নিজেই জানি না।
এই বয়সের বেশির ভাগ পুলাপাইনের মন থাকে কোনো নির্দিষ্ট দিকে। আমারও same অবস্থা। shameless কোনো কিছু না। বিপরীত লিঙ্গের প্রতি টান মানব জাতির অস্তিত্বের শুরু থেকে।
আমারটা প্রেম ঘটিত বলা যায়, মেয়ে সংক্রান্ত কোনো বিষয় না। এই প্রেম ইন্টারনেট আর কম্পিউটারের সাথে। মাথা পুরাই আউলাঝাউলা লাগে যখন খেয়াল করি নেটের সমুদ্রে হারিয়ে গেছি আমি। কোনো কূল কিনারা নাই, যাইতাছি তো যাইতেই আছি। আসে পাশে হঠাৎ কিছু পরিচিত লোকজন দেখি। তারাও আমার মত ছোট্ট ডিঙায় সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সাম্নের দিকে এগিয়ে যাচ্ছে।


এতদিন আমার এসইও নিয়ে খুবই কম ধারনা ছিল। এই ধরনের বিষয় গুলো কেউ সহজে জানাতে চায় না। এমনকি আমার স্বল্প জ্ঞানে যা জানি তা অন্যদের জানাতে দ্বিধা বোধ করি। যারা এই নিয়ে লেখে ঘুরায়া ফিরায়া একই জিনিস। আজকে উপল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখলাম। "HE IS A GREAT MAN"
"জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই।" এই নীতিতে গেলে ভুল হবে। নীতি অনেক আছে - "বাঁচতে হলে জানতে হবে।" এটাও একটা নীতি। কিন্তু নেটের রাজনীতি মানে অন্য কিছু। এখানে গুগল হচ্ছে বস। "নো হাঙ্কি-পাঙ্কি উইথ গুগল মামা।" ব্যক্তিগতভাবে আমি গুগল মামার রেজাল্টে সন্তুষ্ট না। কিন্তু যারা মামার সার্চ রেজাল্টের উপর দিয়া চলে তাদের পরিমাণ অনেক বেশি। তাই মামার কাছে আমার যাইতে হইবই।

আরোও কিছু পোস্ট:

No comments :