মনের মানুষ - Moner Manush (2010)

মনের মানুষ
মনের মানুষ
আমি বাংলা ছবি খুব কম দেখি, হিন্দি আগে দেখতাম এখন দেখার পরিমান কিছুটা কমে গেছে, ইংলিশ দেখি মুটামুটি। আর ইদানিং সবচেয়ে বেশি দেখি তামিল মুভি। এর প্রথম কারন ভাষাগত দুর্বোধ্যতা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। বাংলা তো জানিই হিন্দি আগে তেমন একটা জানতাম না এখন কিছুটা জানি, অন্তত কথাগুলো বুঝি। ইংলিশ কিছু জানি আবার কিছু জানি না, সাবটাইটেল ভরসা। না থাকলে একটু কষ্ট হয়ে যায়। এর মাঝে একটা এডভেঞ্চার এডভেঞ্চার ভাব আছে। সেই তুলনায় তামিল কিছুই জানি না, সাবটাইটেলই শেষ ভরসা। সুতরাং তামিলে এডভেঞ্চার + থ্রিলার + ড্রামা + রোমান্স + একশান + ক্লাসিক + সামাজিক সব একসাথে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তামিল মুভিগুলাতে ব্যপক বিনোদন পাওয়া যায় :P যাই হোক মুভির কথা আরেকদিন হবে। মনের মানুষ মুভিটা দেখি নাই এখনো। প্রচুর আলোচনা-সমালোচনা শুনার পর সিদ্ধান্ত নিলাম মুভিটা দেখা দরকার।
--------------------------------------------------

## গৌতম ঘোষ পরিচালিত, সুনীল গঙ্গোপাধ্যায় এর উপন্যাস অবলম্বনে লালন ফকির এর উপর "মনের মানুষ" ছবিটি একটি ইন্দো বাংলাদেশ যৌথ উদ্যোগ, যেখানে প্রসেনজিত চ্যাটার্জী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই ফিল্ম এর প্রযোজক বাংলাদেশের হাবিবুর রেহমান খান এবং কলকাতার গৌতম কুন্ড।
অভিনয়েঃ প্রসেনজিত, রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, প্রিয়াংশু চ্যাটার্জী, সায়েদ হাসান ইমাম, গুলশান আরা চম্পা, পাওলি দাম, শুভ্র, রোকেয়া প্রাচি, বিবি রাসেল, শান্তি লাল মুখার্জি, মীর নৌফিল আশরাফি ও তাথৈ।
সময়ঃ ১৫০ মিনিট
মুক্তির তারিখঃ ৩ ডিসেম্বর ২০১০

আরো বিস্তারিত জানতে -


মনের মানুষ
মনের মানুষ - Moner Manush

মনের মানুষ
মনের মানুষ - Moner Manush

কিছু অংশঃ

মনের মানুষ
মনের মানুষ - Moner Manush (2010)

মনের মানুষ
মনের মানুষ - Moner Manush (2010)

মনের মানুষ
মনের মানুষ - Moner Manush (2010)

মনের মানুষ
মনের মানুষ - Moner Manush (2010)

মনের মানুষ
মনের মানুষ - Moner Manush (2010)
# ছবিঃ মনের মানুষ - Moner Manush
# রিভিউ লিখেছেনঃ Sam
# তারিখঃ ২৮ জুন ২০১১
# ছবির রেটিং 4

No comments :