ফেসবুকে একাধিক বন্ধুদের সাথে চ্যাট group chat on facebook

facebook group chat
এই পোস্টটা অনেকদিন আগে লিখেছিলাম। ঠিক কি কারনে পাব্লিশ করা হয় নাই মনে আসছে না :( সম্ভবত পরীক্ষার কারনে ব্যাপারটা লক্ষ্য করি নাই।
ফেসবুকে ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন প্রোফাইল/পেজ/গ্রুপ আগে এগুলোর চেহারা এরকম ছিলনা। এখন আবার ভিডিও চ্যাট করা যায়। আগে যেমন অন্যের এপ্লিকেশন ধার করে করতে হত। এখন আর সে রকম না।
যাই হোক, ফেসবুকে একাধিক বন্ধুদের সাথে খুব সহজেই চ্যাট করতে পারবেন। প্রথমে যে কোনো বন্ধুর সাথে চ্যাট করা শুরু করুন। তারপর চ্যাট বারে ক্রস চিহ্নের বাম পাশে সেটিং অপশন আছে সেখানে ক্লিক করলে অনেকটা এরকম কিছু আসবে -
  • See Full Conversation
  • Clear window
  • Add Friends to chat
     -------------------
  • Report as spam
এই ছবিগুলোর মত আসবে অনেকটা।
ফেসবুকে একাধিক বন্ধুদের সাথে চ্যাট

ফেসবুকে একাধিক বন্ধুদের সাথে চ্যাট

ব্যাস Add Friends to chat এ ক্লিক করে বন্ধুদের নাম লিখে এড করে নিন। আর শুরু করে দিন গ্রুপ চ্যাটিং।

2 comments :

Unknown said...

দরকারি একটি post করার জন্য আপনাকে ধন্যবাদ।

Anonymous said...

thanks for sharing this site. you can download lots ebook from here

http://feboook.blogspot.com