খুব সহজে গুগল প্লাসে শেয়ার করুন যেকোন লিঙ্ক - share blog post on google plus easily

গুগল প্লাস
গুগল প্লাসের জনপ্রিয়তা ডেভলাপার এবং এসইও কনসালটেন্টদের কাছে সবচেয়ে বেশি। কারণটা মুটামুটি সবাই জানেন। আমার কাছেও খুব ভালো লাগে জি প্লাস। কিন্তু জি+ এর সমস্যা একটাই, অনেক ভারী পেজ এবং লোড নিতে প্রচুর সময় আর ব্যান্ডুইডথ খরচ হয়। যাই হোক, সেকারনে জি+ এ স্ট্রিম কম দেখা হয়, যেহেতু নোটিফিকেশন গুগলের হোম পেজেই এসে পড়ে। এবং শেয়ার এর জন্য ওখানেই অপশন আছে। কিন্তু অন্যান্য সাইটগুলার মত জি+ এর শেয়ার করার কোনো স্ক্রিপ্ট নাই। কিন্তু যা আছে তাতে অনেক কিছু করা যায়।
আমার ব্লগের জন্য শেয়ার বাটন গুলার মধ্যে রয়েছে "ইমেইল, ব্লগ, টুইটার, ফেসবুক, বাজ" অনেক ক্ষেত্রে "অরকুট" দেখা যায়। কিন্তু গুগল প্লাসে শেয়ার করার মত কিছু নাই। কিন্তু আমি পোস্টে থেকেই জি প্লাস এ শেয়ার করি। পদ্ধতিটা খুব সহজ।

শেয়ার বাটন

INSTRUCTION

১। প্রতি পোস্টের জন্য আলাদা গুগল প্লাস বাটন থাকতে হবে।
২। গুগল প্লাসে আইডি থাকতে হবে।
৩। যে পোস্ট শেয়ার করতে চান সেখানে প্লাস দিন।
৪। তা নাহলে এই লেখা আসবে "Click here to publicly +1 this as xxxxxxx"
৫। এখন প্লাস বাটনে মাউস ধরে রাখুন কিছুক্ষন। দেখবেন ব্রাউজার লোড নিচ্ছে।
৬। তারপর লেখা আসবে "Share on Google +"
৭। ওখানে ক্লিক করুন। ব্যস হয়ে গেলো আপনার কাজ।
৮। এখন শেয়ার করুন মন মত।
৯। স্ক্রিন শট দেখে নিতে পারেন।

1 comment :

Mark #Bangla news paper said...

awsm ......
khub valo tune.
aro chai..
dhonnobad.