কিঞ্চিৎ জেনে নিন গুগল পান্ডা কি ? what is google panda ?
Sojib Rahman:
"গুগল পান্ডা" হলো গুগল সার্চের এ্যালগারিদম। এটি ২০১১ সাল থেকে শুরু করে গুগল। মূলত সার্চ রেজাল্টকে আরো উন্নত করার জন্য এবং লো কোয়ালিটির সাইটকে সনাক্ত ও দুরকরণের জন্য এটা ব্যবহার করে গুগল। যে কোন ধরনের স্প্যামিং , ডুপলিকেট কন্টেট, ব্যাক লিংক স্পামিংকে রোধকরা ও সনাক্ত করার জন্য গুগল পান্ডা ব্যবহার কারা হয়। এই এ্যালগারিদম গুগলের আগের সব এ্যালগারিদম চেয়ে অনেক শক্তিশালী। তাই বর্তমানে লো কোয়ালিটির সাইট সার্চে ভালো রেংকে আসা খুবই কষ্টকর হয়ে পড়েছে। আর গুগলের ভাষ্য হলো "আমরা কোয়ালিটিতে বিশ্বাসী.. কোয়ান্টিটি তে নয়" ।আশা করি গুগল পান্ডা সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি।
Subscribe to:
Post Comments
(
Atom
)
?
+
X
Recommended Post For You
Loading..
2 comments :
ভাল লেগেছে :)
ফুয়াদ।
ধন্যবাদ ফুয়াদ ভাই মন্তব্যের জন্য। অনেকদিন আপনার সাথে কথা হয় না ফেসবুকে!! কি করতেছেন এখন??
Post a Comment