সমস্যাঃ মজিলা ফায়ারফক্স

মজিলা ফায়ারফক্স
অনেক সময় দেখা যায় মজিলা ফায়ারফক্সে নেট ব্যবহার করার সময় ডিসকানেক্ট হয়ে গেলে আবার কানেক্ট করলে আর পেজ লোড হয় না । এর কারন হচ্ছে work offline লেখাতে ক্লিক পরে যায় অটোমেটিক। ফলে ব্রাউজার রিস্টার্ট দিতে হয়। সুতরাং ক্লিক উঠিয়ে দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে।

আবার অনেক সময় সাইবার ক্যাফে বা অন্যের কম্পিউটার থেকে নেট উইজ করার দরকার পড়ে। যেমন ফেসবুকে ঢুকলেন হঠাৎ ইলেক্ট্রিসিটি চলে গেল লগ ইন হয়ে রইলেন , কিন্তু আপনি চলে গেলেন। কি হবে একবার চিন্তা করেন। দুষ্ট লোকের অভাব নেই দেশে । তাই মজিলা দিচ্ছে আপনাকে প্রাইভেট ব্রাউজিং এর সুবিধা। ctrl + Shift + P প্রেস করেও প্রাইভেট ব্রাউজিং এর সুবিধা নিতে পারেন।

No comments :