কেন এবং কিভাবে কোনো ব্লগ ফলো করবেন ?

why and how to follow a blog
আমার এক বন্ধু নতুন ব্লাগারে join করেছ। ব্লগস্পটের প্লাটফর্মের সবকিছুই তার অজানা প্রায়। আজকে আমাকে জিজ্ঞেস করলো ফলো (follow) কি? বুঝতে পারলাম এই নিয়ে পোস্ট দিতে হবে।যদিও বাংলাহ্যক্সে এই নিয়ে পোস্ট ছিলো। তাই আমি নতুন করে শুধু modify এবং জোড়াতালি দিলাম বন্ধুর জন্যে। :)

কেন ব্লগস্পটসহ সবধরনের ব্লগ ফলো করবেন ?

ধরুন, আপনার পছন্দের কিছু ব্লগ রয়েছ। সেইসব ব্লগে নিয়মিত visit করেন আপনি। কিন্তু সবগুলো পোস্ট তো আর একবারে দেখা সম্ভব না। আবার লিমিটেড ব্যান্ডউইডথের কারনে অনেকে visit করে না। :( কিন্তু যদি আপনি ফলো করেন তাহলে সবকিছু সারাংশ আকারে ড্যাশবোর্ডের নিচের দিকে দেখাবে। তাহলে আর আপনাকে ওয়েব সাইটে যেতে হবে না। পছন্দের বা কাজে লাগার মত পোস্ট এমনিতেই পেয়ে যাবেন। অনেকটা গুগল বাজ বা টুইটারের মত। আরেকটা সোস্যাল নেটয়ার্কিং সাইটের মত। যারা বাজ বা টুইটার ব্যবহার করেন নি বুঝতে একটু কষ্ট হবে।google friend connect
ব্লগারের একটি ফিচার রয়েছে। এর নাম ফলোয়ার (Followers)। আপনার ব্লগ (Blog) কতজন ফলো করছেন, তা আপনি একটি গেজেট (Gadget) মাধ্যমে ব্লগে প্রদর্শণ করতে পারবেন। এ জন্য Add gadget বাটনে প্রেস করলে যে লিস্ট আসবে, তা থেকে Followers নির্বাচন করুন। যদি আপনার ব্লগ অন্যরা ফলো করে, তাহলে ব্লগের সাইডবারে (Sidebar) তা একটি স্বতন্ত্র গেজেট হিসেবে দেখাবে। এই ব্লগের বামপাশে গেজেটটি আছে। আশা করি ফলো করবেন।

ব্লগ ফলো করার সহজতম পদ্ধতিঃ

  • blogger.com ঠিকানায় গিয়ে গুগল একাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে লগইন (log in) করুন।
  • ড্যাশবোর্ডে প্রবেশ করার পর অন্য কোন পাতায় যাবেননা। এই পাতাটিই স্ক্রল করে নিচে নামুন। একেবারে সবার নিচে রয়েছে Reading List. 

Bloggers reading list
  • এখানে থাকা তিনটি ট্যাবের মধ্যে Blogs I'm Following লেখা ট্যাব ব্যবহার করে কোন ব্লগের ফলোয়ার হতে হয়। Click on the left tab.
  • আমি কয়েকটা ব্লগকে ফলো করি বলে আমার ব্লগের ছবি ভিন্নরকম। যদি আপনি কোন ব্লগকে এখনও ফলো না করে থাকেন, তাহলে আপনারটিতে কোন ব্লগের ঠিকানা বা পোস্টের একটু সারাংশ থাকবে না।
  • এখানে নিচে লেখা Add বাটনে ক্লিক করুন। নিচের ছবির মতো একটি ডায়ালগ বক্স ওপেন হবে।

add your favorite blog url here
  • এই অংশের URL লেখা ঘরে, যে ব্লগকে ফলো করতে চান, তার ওয়েব ঠিকানা লিখুন। http:// কিংবা www না লিখলেও হবে। You don't need to write www or http://.
  • ওয়েব ঠিকানা লেখা সম্পূর্ণ হলে নিচের NEXT লেখা বাটনে ক্লিক করুন। আর একটি পেজ আসবে।

Following Options
  • এখানে দুইটি অপশন আছে। আপনি যে কারও ব্লগকে ফলো করছেন, তা ইচ্ছে করলে লুকিয়ে রাখতে পারেন। অর্থাৎ আপনি ইচ্ছে করলে লুকিয়ে লুকিয়ে কারও ব্লগ ফলো করতে পারেন। এরকম লুকিয়ে কারও ব্লগের ফলোয়ার হতে চাইলে Follow Anonymously লেখার পাশের রেডিওবাটনে ক্লিক করে সিলেক্ট করুন। If you want to hide yourself then select the second one.
  • যদি আপনি প্রকাশ্যে কারও ব্লগ ফলো করতে চাইলে ডিফল্টভাবে সিলেক্ট থাকা Follow Publicly লেখার পাশের রেডিও বাটনটিকে চিহ্নিত থাকতে দিন।
  • এবার Follow লেখা বাটনে ক্লিক করুন। Now click on follow button.
  • দু'এক সেকেন্ডের মধ্যেই Reading List এর মধ্যে আপনার ফলো করা ব্লগের শেষ পোস্টগুলোর সারাংশ (ছবিসহ) দেখা যাবে।
  • যদি কোনো ব্লগকে ফলো করেন, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই FOLLOWERS গেজেটে আপনার অবতারসহ নাম দেখা যাবে।
    সূত্রঃ এক - দুই

    No comments :