আর্টিস্টির ৩.০.০.৩৩২১৫ এর কি জেন

আমরা সবাই কম বেশি নেট ইউজ করে থাকি। একদম সামনের সারির ইউজারদের কথা আলাদা। আমার মত যারা মধ্যম পর্যায়ের লোক, তারা সবসময়ই অবৈধ ভাবে সফটওয়্যার চালায়। অনেকদিন আগে মনে হয় কোন এক বইয়ে পড়েছিলাম "উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে॥ "

আর কথা না বাড়িয়ে মুল উদ্দেশ্যে আসি। আগে যারা আর্টিস্টির এর নাম শুনেন নাই তারা জেনে নেন সহজ কথায় এটি একটি ওয়েবসাইট তৈরীর সফটওয়্যার। তবে কিনতে হবে। যদি ফাও চান তাইলে ক্র্যাক সহ ডাউনলোড করেন। আর ক্র্যাক যদি না থাকে তাইলে নিচের লিঙ্ক থেকে ১৩৮ কেবির কিজেন ডাউনলোড মারেন।
আর যারা আগের ভার্সনগুলো ব্যবহার করেন বা করেছেন তারা এর নতুন ভার্সনটা ব্যবহার করতে পারেন। অনেক কিছু নতুন যুক্ত হয়েছ আগের চাইতে স্পিড একটু বেশি। demo
তাই আমার মতো মধ্যম শ্রেণীর লোকেরা Artisteer.3.0.0.33215 এর কিজেন নিতে পারেন এই লিঙ্ক থেকে। download link
আর পেছনের সারির তাদের কথা আমরা নাই শুনলাম।

2 comments :

shahriar44 said...

স্যাম আপনাকে অনেক ধন্যবাদ। আসলে সবাই আর্টিস্টার এর গুরুত্ব বুঝবে না। আরটিষ্টার এর একটি সমস্যা হলো এতে ইমেজ ছাড়া পেজ ডিজাইন করা যায় না। তারপর ও আর্টিষ্টার দিয়ে প্রফেশনাল ওয়েব সাইট ডিজাইন করা যায় কোন কোডিং ছাড়াই যা অনেক সময় প্রফেশনাল ছাড়িয়ে যায়।

Sam said...

@shahriar44হ্যাঁ ভাই আপনার মতামত অত্যন্তগুরুত্বপুর্ন এবং সত্যি তবে আর্টিস্টিরে একটাই সমস্যা থিমটা ভারী হয়ে যায়।
সাধারণ ব্লগারদের জন্য এটা কোনো সমস্যাই না। যেমন আমার এই ব্লগের ডিজাইনটাই তো আর্টিস্টিরে করা।
ধন্যবাদ মন্তব্যের জন্য :)