সমস্যাঃ সাবডোমেইন
আমার ডোমেইনের চেয়ে সাবডোমেইন নিয়ে ঘাটানোর সখ বেশি। কিন্তু দুখেঃর বিষয় আমার নিজের ব্লগের কোনো টপ লেভেল ডোমেইন নাই। কিছু দিনের মাঝেই কিনে ফেলব আশা করি।
আজকাল অনেকেই ব্লগারের টিউটরিয়াল নিয়ে লিখছে। টিটিতে দেখলাম এক টিউনার ভালই বর্ননাসহ লিখছে। তার ডোমেইন add করার টিউনের কারনেই সাবডোমেইন হোস্ট করার ভুত মাথায় চাপে। এটা নিয়ে বাংলা হ্যাক্সে গত বছর এক পোস্ট পড়েছিলাম। লিঙ্ক
কিন্তু ধরেন আপনি ডটটিকে বা কোডট সিসি থেকে ডোমেইন নিলেন ফ্রিতে। আপনার হোস্টিং কোনো একাউন্ট নাই। এখন সাবডোমেইন কিভাবে বানাবেন ? সাবডোমেইন বানানোর কোনো অপশন খুঁজে পাবেন না ডট টিকেতে। তো যারা জানেন না তাদের বলছি, নিচের ছবিটা দেখেন।
এখন একটু সংক্ষেপে বলি।Use dot TK free DNS service এ ক্লিক করুন। Add another hostname এ ক্লিক করে মূলত সাবডোমেইন বানাতে হয়। এটা হোস্ট করতে পারবেন ব্লগারে, অন্য কোথাও আমি করতে পারি নাই। আপনারা যদি করতে পারেন আমাকে জানাবেন অবশ্যই। A অথবা CNAME যেটাই দেন ব্লগার তা গ্রহন করবে। তারপর সেট করে নিন আপনার সাবডোমেইন যে কোন ব্লগস্পটে :)
আজকাল অনেকেই ব্লগারের টিউটরিয়াল নিয়ে লিখছে। টিটিতে দেখলাম এক টিউনার ভালই বর্ননাসহ লিখছে। তার ডোমেইন add করার টিউনের কারনেই সাবডোমেইন হোস্ট করার ভুত মাথায় চাপে। এটা নিয়ে বাংলা হ্যাক্সে গত বছর এক পোস্ট পড়েছিলাম। লিঙ্ক
কিন্তু ধরেন আপনি ডটটিকে বা কোডট সিসি থেকে ডোমেইন নিলেন ফ্রিতে। আপনার হোস্টিং কোনো একাউন্ট নাই। এখন সাবডোমেইন কিভাবে বানাবেন ? সাবডোমেইন বানানোর কোনো অপশন খুঁজে পাবেন না ডট টিকেতে। তো যারা জানেন না তাদের বলছি, নিচের ছবিটা দেখেন।
এখন একটু সংক্ষেপে বলি।Use dot TK free DNS service এ ক্লিক করুন। Add another hostname এ ক্লিক করে মূলত সাবডোমেইন বানাতে হয়। এটা হোস্ট করতে পারবেন ব্লগারে, অন্য কোথাও আমি করতে পারি নাই। আপনারা যদি করতে পারেন আমাকে জানাবেন অবশ্যই। A অথবা CNAME যেটাই দেন ব্লগার তা গ্রহন করবে। তারপর সেট করে নিন আপনার সাবডোমেইন যে কোন ব্লগস্পটে :)
Subscribe to:
Post Comments
(
Atom
)
?
+
X
Recommended Post For You
Loading..
No comments :
Post a Comment