এডস ফর ডোমেইন প্রডাক্ট বন্ধ হয়ে যাচ্ছে ১৮ এপ্রিল ২০১২ থেকে - Hosted domains is going away

গতপরশু দিন এডসেন্স এর পক্ষ থেকে একটি মেইল পেলাম যাতে বলা হয়েছে - গুগল এডসেন্স আগামী ১৮ এপ্রিল ২০১২ থেকে তাদের এডস ফর ডোমেইন প্রডাক্ট বন্ধ করে দিবে। আপনি যদি এডসেন্স পাবলিশার হন তাহলে My ads > Domains > Hosted domains এ ক্লিক করলে একটি মেসেজ দেখতে পাবেন। "Hosted domains is going away"
এডস ফর ডোমেইন
এডস ফর ডোমেইন
যেসব কার্জক্রম শুরু হয়ে গেছে এবং শুরু হবেঃ
  • ২২ ফেব্রুয়ারী থেকে নতুন কোনো পাবলিশাররা হোস্টেড ডোমেইন প্রডাক্ট ব্যবহার করতে পারবেন না।
  • ২১ মার্চ থেকে কোনো পাবলিশার নতুন ডোমেইন হোস্ট করতে পারবেন না।
  • ১৮ এপ্রিল থেকে আগের হোস্ট করা ডোমেইন ইনেক্টিভ হয়ে যাবে। এবং সেখান থেকে কোনো আয়ের ব্যবস্থা থাকবে না।
  • ২৭ জুন থেকে এডস ফর ডোমেইন আপনার এডসেন্স একাউন্টে থাকবে না।

তাহলে কি করবেন আপনার আনডেভলাপড ডোমেইন দিয়ে? ডোমেইন মাইগ্রেট করবেন কিভাবে গুগল বলে দিয়েছে এই লিঙ্কে > লিঙ্ক

আরো বিস্তারিত জানতে এই লিঙ্কে যান - লিঙ্ক

No comments :