বাংলায় location এখন ব্লগারে

ব্লগারের ড্রাফট ভার্সন আসার পর ব্যপক পরিবর্তন দেখলাম। আগে Stats/Location/mobile view/rating/share button/ এইগুলা ছিল না। কিন্তু এখন আছে। আরো আপগ্রেড হবে আগামীতে।
এখনো পর্যন্ত যা গুগল দিয়েছে, তা সম্পুর্ণ খেয়ে করতে পারছি না। আমি গুগলকে বস মানতে বাধ্য।
যাই হোক, গতকাল রাতে ব্লগারে একটা পোস্ট দিতে গিয়ে location এ "bangladesh" লিখে সার্চ দিলাম। আসলো "বাংলাদেশ"। তার মানে গুগল ম্যাপে বাংলাও আছে। এবং এখন থেকে বাংলায় লেখা থাকবে। চিন্তা করতেই ভালো লাগতেছে।

১৯৫২ এর ভাষা আন্দোলনের কথা মনে পড়ল। অনেক দিন আগে বইয়ে পড়েছিলাম মাতৃ ভাষার জন্য আন্দোলন। দেশ এখন ডিজিটাল। এমন একটা পরিস্থিতিতে অভ্র এর মত সফটওয়্যার আমার মত ব্যাক্তির কাছে কত বড় সম্পদ তা ১৯৫২ সালে যারা আন্দোলন করেছিল তারা সবচেয়ে বেশি বুঝবে।
ব্লগারের টেমপ্লেট ডিজাইনার এ নতুন ফন্ট দেখলাম। চরমস করছে ফন্টগুলা। বাংলা ফন্ট যে ক্যানো স্টাইলিশ নাই এটাই বুঝি না। আমার মনের দুঃখ ব্লগার ছাড়া শেয়ার করার মত অন্য কিছু নাই।

আমার এই ব্লগে বাংলায় location আসে না :( একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল টেমপ্লেট ডিজাইনার দিয়ে যদি করা হয় তবে এটা বাংলায় আসবে। লিঙ্কটি

No comments :