কিছু কথাবার্তা আগামাথা ছাড়া
আগামী পোস্টগুলো এডসেন্স আর নিজস্ব ব্রান্ড ব্যবহার করা নিয়ে কিছু কথাবার্তা থাকবে। যদিও আমি এই স্কুলে নতুন তারপরও আমার অভিজ্ঞতা শেয়ার করব।
আমার ব্লগের বয়স প্রায় এক বছর। গত মাসের ১৬ তারিখে ডোমেইন কিনলাম, টিউটো ভাই এর সাহায্য নিয়ে। ব্লগের জন্মদিনে নতুন কাপড় পড়ানো উচিৎ তাই চিন্তা করলাম ডিজাইন পরিবর্তন করব। খুবই সিম্পল একটা টেমপ্লেট থাকবে যা কিনা blogger template designer দিয়ে তৈরী। মিলাদ না পড়ালেই নায় :p
অনেকের মেইল পাই প্রতিদিন। ভাল লাগে সবাই নিজের সাফল্যের কথা জানায়। সবচেয়ে বেশি মজা লাগে স্প্যাম গুলা দেখলে :) আমি নাকি ৫ মিলিয়ন ডলার ডোনেশন পেয়েছি। রিপ্লাই দিয়া জিগাইলে হাঙ্কিপাঙ্কি করে। আর একেকটা যেই বিশাল মেইল, ঐসব হার্ডকোর মার্কা ইংরেজি পড়তে তো আমার দাঁত ভাইঙ্গা যাইতে চায়।
অনেক চেষ্টা করেও ফেসবুক থেকে সরে যেতে পারছি না। প্রতিদিন প্রচুর পরিমান ব্যান্ডউইডথ অপচয় হয় এর পিছনে কোনো কারন ছাড়া :( কি করা যায় সেটা নিয়া এই মুহূর্তে চিন্তিত এবং টেনশিত।
এই পোস্টটা ইমেইলের মাধ্যমে প্রকাশ করা আমার প্রথম পোস্ট
আরোও কিছু পোস্ট:
Subscribe to:
Post Comments
(
Atom
)
?
+
X
Recommended Post For You
Loading..
1 comment :
Which cartoon do you like The Simpsons or Family Guy?
Post a Comment